আপনি কি নতুন নিয়মের সারমর্ম দিতে পারেন?
নতুন নিয়ম পাঁচ ভাগে বিভক্তঃ সুসমাচার (মথি থেকে যোহন), ইতিহাস (প্রেরিতদের পুস্তক), পৌলের চিঠি (রোমীয় থেকে ফিলীমন), সাধারণ চিঠি (ইব্রীয় থেকে যিহূদা), এবং ভবিষ্যদ্বাণী (প্রকাশিত বাক্য)। নতুন নিয়ম আনুমানিক ৪৫ থেকে ৯৫ খ্রীষ্টাব্দের মধ্যে লেখা হয়েছিল। নতুন নিয়ম লেখা হয়েছিল কৈনী গ্রীকে (সাধারণ গ্রীক ভাষা, প্রথম শতাব্দীতে গ্রীক ভাষার দৈনন্দিন রূপ)।সুসমাচারগুলো আমাদের চারটি ভিন্ন, কিন্তু পরস্পর বিরোধী নয়, যীশু খ্রীষ্টের জন্ম, জীবন, পরিচর্যা, মৃত্যু এবং পুনরুত্থানের বিবরণ দেয়। সুসমাচারগুলি দেখায় যে, কিভাবে যীশু পুরাতন নিয়মের প্রতিশ্রুত মশীহ ছিলেন এবং বাকি নতুন নিয়মের শিক্ষার ভিত্তি স্থাপন করেন। প্রেরিত পুস্তক যীশুর শিষ্যদের কাজগুলোকে লিপিবদ্ধ করে, যাদেরকে যীশু পৃথিবীতে প্রেরণ করেছিলেন পরিত্রাণের সুসমাচার ঘোষণা করার জন্য। প্রেরিত আমাদের মণ্ডলীর সূচনা এবং খ্রীষ্টপূর্ব প্রথম শতাব্দীতে এর দ্রুত বৃদ্ধির কথা বলে। পৌলের চিঠিগুলো পৌলের দ্বারা লেখা হয়েছে, যা হল নির্দিষ্ট মণ্ডলীগুলোর জন্য চিঠি-পদপরিচায়ক খ্রীষ্টিয়ান মতবাদ এবং সেই মতবাদ প্রয়োগ এবং অনুসরণ করার প্রয়োজনীয়তার উপর। সাধারণ চিঠিগুলি অতিরিক্ত শিক্ষা এবং প্রয়োগের সাথে পৌলের চিঠিগুলোর প্রশংসা করে। প্রকাশিত বাক্য পুস্তকটি সেই সব ঘটনাগুলোর ভবিষ্যদ্বাণী করে যা শেষ সময়ে ঘটবে।
নতুন নিয়মের জরিপ হল একটি শক্তিশালী এবং ফলপ্রসূ অধ্যয়ন। নতুন নিয়ম আমাদের পক্ষে ক্রুশে যীশুর মৃত্যুবরণের কথা বলে-এবং তাঁর মৃত্যুতে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত। নতুন নিয়ম প্রয়োগিক ফলাফলের সাথে দৃঢ় খ্রীষ্টিয় শিক্ষা দেওয়ার উপর জোড় দিয়ে এই অভিমত ব্যক্ত করে যে, সেই শিক্ষা অনুসরণ করা উচিত। নিচে নতুন নিয়মের বিভিন্ন পুস্তকের সারসংক্ষেপ সূত্র রয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি আপনি খ্রীষ্টের সাথে চলতে আমাদের নতুন নিয়ম জরিপের প্রয়োজনীয়তার বিষয়টি দেখতে পাবেন।
মথিলিখিত সুসমাচার
মার্কলিখিত সুসমাচার
লূকলিখিত সুসমাচার
যোহনলিখিত সুসমাচার
প্রেরিত পুস্তক
রোমীয় পুস্তক
১করিন্থীয় পুস্তক
২করিন্থীয় পুস্তক
গালাতীয় পুস্তক
ইফিষীয় পুস্তক
ফিলিপীয় পুস্তক
কলসীয় পুস্তক
১থিষলনীকীয় পুস্তক
২থিষলনীকীয় পুস্তক
১তীমথিয় পুস্তক
২তীমথিয় পুস্তক
তীত পুস্তক
ফিলীমন পুস্তক
ইব্রীয় পুস্তক
যাকোব পুস্তক
১পিতর পুস্তক
২পিতর পুস্তক
১যোহন পুস্তক
২ যোহন পুস্তক
৩ যোহন পুস্তক
যিহূদা পুস্তক
প্রকাশিত বাক্য
বাইবেলের বিভিন্ন প্রশ্নগুলো