settings icon
share icon
প্রশ্ন

প্রকাশিত বাক্য

উত্তর


লেখকঃ প্রকাশিত বাক্য ১:১, ৪, ৯ এবং ২২:৮ বিশেষভাবে প্রেরিত যোহনকে প্রকাশিত বাক্য পুস্তকটির লেখক হিসেবে চিহ্নিত করে।

লেখার সময়কালঃ প্রকাশিত বাক্য পুস্তকটি সম্ভবত ৯০ এবং ৯৫ খ্রীষ্টাব্দের লেখা হয়েছিল।

লেখার উদ্দেশ্যঃ যীশু খ্রীষ্টের প্রকাশিত বাক্য ঈশ্বরের দ্বারা যোহনকে দেওয়া হয়েছিল “তাঁর দাসদের দেখাতে যে, শীঘ্রই আবিশ্যিক বিষয় হিসেবে কী ঘটবে”। এই পুস্তকটি আসন্ন বিষয় সম্পর্কে রহস্যে ভরা। এটি চূড়ান্ত সতর্কবাণী যে জগত অবশ্যই শেষ হবে এবং বিচার নিশ্চিত হবে। এটি আমাদের স্বর্গের একটি ছোট আভাস দেয় এবং যারা তাদের পোশাক সাদা রাখে তাদের জন্য অপেক্ষা করছে সমস্ত গৌরব। প্রকাশিত বাক্য আমাদেরকে মহাক্লেশের মধ্য দিয়ে নিয়ে যায়, যার মধ্যে রয়েছে এর সমস্ত যন্ত্রণা এবং চূড়ান্ত অগ্নি, যা সমস্ত অবিশ্বাসীরা অনন্তকালের জন্য সম্মুখীন হবে। পুস্তকটি শয়তানের পতন এবং তার ও তার দূতেরা যে শান্তির জন্য আবদ্ধ তা পুর্নব্যক্ত করে। সমস্ত সৃষ্টি এবং স্বর্গের দূতেরা এবং সাধুদের প্রতিশ্রুতির কর্তব্য আমাদের দেখানো হয়েছে যা নতুন যিরূশালেমে যীশুর সাথে অনন্তকাল বেঁচে থাকবে। যোহনের মত, আমরা প্রকাশিত বাক্য পুস্তকে যা পড়ি তা বর্ণনা করার জন্য শব্দ খুঁজে পাওয়া কঠিন।

মূল বা প্রধান পদসমূহঃ প্রকাশিত বাক্য ১:১৯ পদ, “অতএব তুমি যাহা যাহা দেখিলে, এবং যাহা যাহা আছে, ও ইহার পরে যাহা যাহা হইবে, সেই সমস্তই লিখ।”

প্রকাশিত বাক্য ১৩:১৬-১৭ পদ, “আর সে ক্ষুত্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, সকলকেই দক্ষিণ হস্তে কিম্বা ললাটে ছাপ ধারণ করায়; আর ঐ পশুর ছাপ অর্থাৎ নাম কিম্বা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে, তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বদ্ধ করে।”

প্রকাশিত বাক্য ১৯:১১ পদ, “পরে আমি দেখিলাম, স্বর্গ খুলিয়া গেল, আর দেখ শ্বেতবর্ণ একটি অশ্ব; যিনি তাহার উপরে বসিয়া আছেন, তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন।”

প্রকাশিত বাক্য ২০:১১ পদ, ‘পরে আমি “এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন,” তাঁহাকে দেখিতে পাইলাম; তাঁহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল; “তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না।”’

প্রকাশিত বাক্য ২১:১ পদ, “পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী” দেখিলাম; কেননা প্রথম আকাশ ও প্রথশ পৃথিবী লুপ্ত হইয়াছে; এবং সমুদ্র আর নাই।’

সারসংক্ষেপঃ প্রকাশিত বাক্য দর্শনের রঙিন বর্ণনায় প্রশংসনীয় যা আমাদের জন্য খ্রীষ্টের ফিরে আসা এবং নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর সূচনা করার শেষ দিনগুলি ঘোষণা করে। প্রকাশিত বাক্য এশিয়া মাইনরের সাতটি মণ্ডলীকে চিঠি দিয়ে শুরু হয়, তারপরে পৃথিবীতে বর্ষিত ধ্বংসযজ্ঞের সিরিজ প্রকাশ করে; পশুর চিহ্ন, “৬৬৬” হর্মাগিদোনের যুদ্ধ; শয়তানকে বন্দী; প্রভুর রাজত্ব; মহান সাদা সিংহাসনের বিচার; এবং ঈশ্বরের চিরন্তন শহরের প্রতিকৃতি। যীশু খ্রীষ্টের বিষয়ে ভবিষ্যদ্বাণী পূর্ণ হয় এবং তাঁর প্রভুত্বের একটি সমাপ্তি আহ্বান আমাদের আশ্বস্ত করে যে, তিনি শীঘ্রই ফিরে আসবেন।

যোগসূত্রঃ প্রকাশিত বাক্য পুস্তক হল পুরাতন নিয়ম দিয়ে শুরু হওয়া শেষ সময় সম্বন্ধে ভবিষ্যদ্বাণীর পরিসমাপ্তি। দানিয়েল ৯:২৭ পদে উল্লেখিত খ্রীষ্ট শত্রু বর্ণনাটি প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। প্রকাশিত বাক্যের বাইরে বাইবেলে রহস্য উদঘাটন সম্পর্কিত সাহিত্যের উদাহরণ হল দানিয়েল ৭-১২ অধ্যায়, যিশাইয় ২৪-২৭ অধ্যায়, যিহিষ্কেল ৩৭-৪১ অধ্যায়, সখরিয় ৯-১৪ অধ্যায়। এই সমস্ত ভবিষ্যদ্বাণী প্রকাশিত বাক্য পুস্তকে একত্রে সন্নিবেশিত করা হয়।

বাস্তব বা কার্যকরী প্রয়োগঃ আপনি কি খ্রীষ্টকে আপনার পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছেন? যদি তাই হয়, তবে প্রকাশিত বাক্য পুস্তকে বর্ণিত ঈশ্বরের বিচার থেকে আপনার ভয় পাওয়ার কিছু নেই। বিচারক আমাদের পক্ষে। চূড়ান্ত বিচার শুরু হওয়ার আগে, খ্রীষ্টে ঈশ্বরের অনন্ত জীবনের উপহার আপনার বন্ধুদের এবং প্রতিবেশীদের কাছে সাক্ষ্য দিতে হবে। এই পুস্তকের ঘটনা বাস্তব। আমাদের অবশ্যই আমাদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে হবে যাতে অন্যরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আনন্দ লক্ষ্য করে সেই নতুন এবং গৌরবময় শহরে আমাদের সাথে যোগ দিতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে তৎপর ও যত্নশীল হন।

English



বাংলা হোম পেজে ফিরে যান

প্রকাশিত বাক্য
© Copyright Got Questions Ministries