প্রশ্ন
২থিষলনীকীয় পুস্তক
উত্তর
মূল বাক্যাংশঃ ২থিষলনীকীয় পুস্তক
মূল বাক্যাংশের ব্যাখ্যাঃ আপনি কি ২থিষলনীকীয় পুস্তকটির সারসংক্ষেপ করতে পারেন? ২থিষলনীকীয় পুস্তকটির সব কিছু কি সম্পর্কে লিখিত?
লেখকঃ ২থিষলনীকীয় ১:১ পদ ইঙ্গিত করে যে, ২থিষলনীকীয় পুস্তকটি প্রেরিত পৌল সম্ভবত সীল ও তীমথিকে সাথে নিয়ে লিখেছিলেন।
লেখার সময়কালঃ ২থিষলনীকীয় পুস্তকটি আনুমানিক ৫১-৫২ খ্রীষ্টাব্দে লেখা হয়েছিল।
লেখার উদ্দেশ্যঃ থিষলনীকী মণ্ডলীর তখনও পর্যন্ত প্রভুর দিন সম্পর্কে ভুল ধারণা ছিল। তারা ভেবেছিল এটি ইতিমধ্যেই এসেছে, তাই তারা তাদের কাজ বন্ধ করে দিয়েছিল। তারা চরমভাবে অত্যাচারিত হচ্ছিল। পৌল ভুল ধারণা দূর করতে এবং সান্ত্বনা দিতে লিখেছিলেন।
মূল বা প্রধান পদসমূহঃ ২থিষলনীকীয় ১:৬-৭ পদ, “বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলস্বরূপে ক্লেশ দিবেন, এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ হইতে তাঁহার পরাক্রমশালী দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন।”
২থিষলনীকীয় ২:১৩ পদ, “কিন্তু, হে ভ্রাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন।”
২থিষলনীকীয় ৩:৩ পদ, “কিন্তু প্রভু বিশ্বস্ত; তিনিই তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ সেই পাপাত্মা হইতে রক্ষা করিবেন।”
২থিষলনীকীয় ৩:১০ পদ, “কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে, যদি কেহ কার্য করিতে না চায়, তবে সে আহারও না করুক।”
সারসংক্ষেপঃ পৌল থিষলনীকীয় মণ্ডলীকে অভিবাদন জানান এবং তাদের উৎসাহিত করেন ও উপদেশ দেন। প্রভুতে তারা যা করছে তা শুনে তার জন্য তিনি তাদের প্রশংসা করেন এবং তিনি তাদের জন্য প্রার্থনা করেন (২থিষলনীকীয় ১:১১-১২ পদ)। ২ অধ্যায়ে, পৌল ব্যাখ্যা করেছেন প্রভুর দিনে কী ঘটবে (২থিষলনীকীয় ২:-১২ পদ)। তারপর পৌল তাদের দৃঢ়ভাবে দাঁড়াতে উৎসাহিত করেন এবং তাদের অলস পুরুষদের থেকে দূরে থাকার নির্দেশ দেন যারা সুসমাচার অনুসারে জীবনযাপন করে না (২থিষলনীকীয় ৩:৬ পদ)।
যোগসূত্রঃ পৌল শেষ সময়ে তার আলোচনায় পুরাতন নিয়মের বেশ কয়েকটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন, যার ফলে পুরাতন নিয়মের ভাববাদীদের পুনর্মিলন এবং নিশ্চয়তার বিষয়টি প্রকাশ করা হয়। এই চিঠিতে শেষ সময়ে তার শিক্ষার বেশির ভাগই ভাববাদী দানিয়েল এবং তার দর্শনের উপর ভিত্তি বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। ২থিষলনীকীয় ২:৩-৯ পদে, তিনি “পাপ-মানুষ” (দানিয়েল ৭-৮ অঃ) সম্পর্কিত দানিয়েলের ভবিষ্যদ্বাণীকে উল্লেখ করেছেন।
বাস্তব বা কার্যকরী প্রয়োগঃ ২থিষলনীকীয় পুস্তকটি এমন তথ্যে ভরা যা শেষ সময়কে ব্যাখ্যা করে। এটি আমাদেরকে নিষ্ক্রিয় না হওয়ার এবং আমাদের যা আছে তার জন্য কাজ করার পরামর্শ দেয়। এছাড়াও ২থিষলনীকীয় পুস্তকে কিছু মহান প্রার্থনা রয়েছে যা বর্তমানে অন্যান্য বিশ্বাসীদের জন্য কিভাবে প্রার্থনা করতে হয় সে সম্পর্কে আমাদের জন্য একটি উদাহরণ হতে পারে।
English
২থিষলনীকীয় পুস্তক