প্রশ্ন
যিহূদা পুস্তক
উত্তর
লেখকঃ যিহূদা ১:১ পদটি যাকোবের ভাই যিহূদাকে যিহূদা পুস্তকটি লেখক হিসেবে চিহ্নিত করেছে। এটি সম্ভবত যীশুর সৎ ভাই যিহূদাকে নির্দেশ করে, কারণ যীশুর যাকোব নামে একজন সৎ ভাই ছিল (মথি ১৩:৫৫ পদ)। যিহূদা সম্ভবত খ্রীষ্টের পুতি নম্রতা এবং শ্রদ্ধার কারণে নিজেকে যীশুর ভাই হিসেবে চিহ্নিত করেন নি।
লেখার সময়কালঃ যিহূদা পুস্তকটি ২ পিতর পুস্তকের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যিহূদা পুস্তকের জন্য লেখকত্বের তারিখ নির্ভর করে যিহূদা ২ পিতরের বিষয়বস্তু ব্যবহার করেছে কিনা বা ২ পিতর লেখার সময় পিতর যিহূদার বিষয়বস্তু ব্যবহার করেছে কিনা তার উপর লেখার তারিখ নির্ভর করে। যিহূদা পুস্তকটি ৬০ এবং ৮০ খ্রীষ্টাব্দের কোন এক সময়ে লেখা হয়েছিল।
লেখার উদ্দেশ্যঃ যিহূদা পুস্তকটি আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পুস্তক, কারণ এটি শেষ সময়ের জন্য এবং মণ্ডলীর শেষ যুগের জন্য লেখা হয়েছে। পঞ্চাশত্তমীর দিনে মণ্ডলীর যুগ শুরু হয়েছিল। যিহূদা পুস্তকটিই হলো একমাত্র পুস্তক যেটি ধর্মত্যাগীদের উদ্দেশ্য করে লেখায় পূর্ণ। যিহূদা লিখেছেন যে, মন্দ কাজগুলি ধর্মত্যাগের প্রমাণ। তিনি আমাদের বিশ্বাসের জন্য লড়াই করতে উপদেশ দেন, কারণ গমের মধ্যে শ্যামা ঘাস রয়েছে। ভণ্ড ভাববাদীরা এবং সাধুরা মণ্ডলীতে বিপদে পড়ে। যিহূদা একটি ছোট পুস্তক বটে, কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যয়নের যোগ্য পুস্তক, যা আজকের দিনের খ্রীষ্টিয়ানদের জন্য লিখিত।
মূল বা প্রধান পদসমূহঃ যিহূদা ৩ পদ, “প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক।”
যিহূদা ১৭-১৯ পদ, “কিন্তু প্রিয়তমেরা ইতিপূর্বে আমাদের প্রভু যীশু খ্রীষ্টে প্রেরিতগণ যে সকল কথা বলিয়াছেন, তোমরা সেই সকল স্মরণ কর; তাহারা ত তোমাদিগকে বলিতেন, শেষকালে, উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে। উহারা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন।”
যিহূদা ২৪-২৫ পদ, “আর যিনি তোমাদিগকে উছোট খাওয়া হইতে রক্ষা করিতে, এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা তাঁহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হউক, সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগপর্যায়ে হউক। আমেন।”
সারসংক্ষেপঃ ৩ পদ অনুসারে যিহূদা আমাদের পরিত্রাণের বিষয়ে লিখতে উদ্বিগ্ন ছিলেন; যাহোক, তিনি বিশ্বাসের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিষয়গুলি পরিবর্তন করেছিলেন। এই বিশ্বাস খ্রীষ্টের দ্বারা শিক্ষা দেওয়া খ্রীষ্টিয়ান মতবাদের সম্পূর্ণ অংশকে সুসংগঠিত করে, যা পরে প্রেরিতদের কাছে দেওয়া হয়। যিহূদা ভ্রান্ত শিক্ষকদের সতর্ক করার পর (৪-১৬ পদ) তিনি আমাদের পরামর্শ দেন কিভাবে আমরা আত্মিক যুদ্ধে সফল হতে পারি (২০-২১ পদ)। শেষ সময়ের এই দিনগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা যে প্রজ্ঞা গ্রহণ করব এবং মেনে চলব তা এখানেই রয়েছে।
যোগসূত্রঃ যিহূদা পুস্তকটি পুরাতন নিয়মের বিভিন্ন উদ্ধৃতিতে পূর্ণ, যার মধ্যে যাত্রাপুস্তক (৫ পদ); শয়তানের বিদ্রোহ (৬ পদ), সদোম এবং ঘোমরা (৭ পদ); মোশির মৃত্যু (৯ পদ); কয়িন (১১ পদ); বালাম (১১ পদ), কোরহ (১১ পদ); হনোক (১৪,১৫ পদ); এবং আদম (১৪ পদ) অন্তর্ভুক্ত। সদোম ও ঘমোরা, কয়িন, বালাম এবং কোরহের সুপরিচিত ঐতিহাসিক চিত্রগুলি ব্যবহার করে যিহূদা যিহূদী খ্রীষ্টিয়ানদের সত্যিকারের বিশ্বাস এবং বাধ্যতার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
বাস্তব বা কার্যকরী প্রয়োগঃ আমরা ইতিহাসের এক অনন্য সময়ে বাস করছি এবং এই ছোট্ট পুস্তকটি শেষ সময়ে বেঁচে থাকার অস্থিতিশীল প্রতিযোগিতার জন্য আমাদেরকে সজ্জিত হতে সাহায্য করতে পারে। আজকের দিনের খ্রীষ্টিয়ানদের অবশ্যই ভ্রান্ত মতবাদের বিষয়ে সতর্ক থাকতে হবে যা আমাদেরকে সহজেই প্রতারিত করতে পারে যদি আমরা বাক্যে পারদর্শী না হই। আমাদের সুসমাচার জানতে হবে- এটিকে রক্ষা করতে এবং প্রতিহত করতে- এবং খ্রীষ্টের প্রভুত্বকে গ্রহণ করতে হবে যা একটি জীবন পরিবর্তনের দ্বারা প্রমাণিত। খাঁটি বিশ্বাস সবসময় খ্রীষ্টের মতো আচরণ প্রতিফলিত করে। খ্রীষ্টে আমাদের জীবনে, আমাদের হৃদয়ে পবিত্র শাস্ত্র সম্পর্কিত জ্ঞান প্রতিফলিত করা উচিত যা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এবং পিতার কর্তৃত্বের উপর নির্ভর করে রচিত হয় যা সেই বিশ্বাসী ভাই বা বোন প্রতিদিন অনুশীলন করেন। তাঁর অর্থাৎ যীশুর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক প্রয়োজন, তবেই আমরা তাঁর স্বরকে এতটা ভালভাবে জানতে পারব যে, আমরা আর অন্য কাউকে অনুসরণ করব না।
English
যিহূদা পুস্তক