settings icon
share icon
প্রশ্ন

আমরা কি মৃত্যুর পরে স্বর্গদূত হই?

উত্তর


স্বর্গদূতরা ঈশ্বরের দ্বারা নির্মিত হয় (কলসীয় 1:15-17) এবং মানুষের থেকে সম্পূর্ণ আলাদা I তারা তাঁর পরিকল্পনা পালন করতে এবং খ্রীষ্টের অনুগামীদের সেবা করতে ঈশ্বরের বিশেষ প্রতিনিধি (ইব্রীয় 1:13-14) I এমন কোনো ইঙ্গিত নেই যে স্বর্গদূতরা পূর্বে মানুষ বা অন্য কিছু ছিল – তাদেরকে স্বর্গদূত হিসাবে সৃষ্টি করা হয়েছিল I খ্রীষ্ট মানবজাতির জন্য যে মুক্তিদান দিতে এসেছিলেন, সেগুলির স্বর্গদুতদের কোনো প্রয়োজন নেই এবং অভিজ্ঞতাও থাকতে পারে না I প্রথম পিতর 1:12 সুসমাচারটি দেখার জন্য তাদের আকাঙ্খা বর্ণনা করে তবে তাদের অভিজ্ঞতা লাভ করার পক্ষে নয় I যদি তারা পূর্ব থেকেই মানুষ হত তবে পরিত্রাণের ধারণাটি তাদের কাছে রহস্য হত না, তারা নিজেরাই অভিজ্ঞতা লাভ করে থাকত I হ্যাঁ, কোনো পাপী যখন খ্রীষ্টের কাছে ফিরে আসে (লুক 15:10) তখন তারা আনন্দ করে, তবে খ্রীষ্টের মধ্যে পরিত্রাণ তাদের জন্য নয় I

পরিশেষে, খ্রীষ্টের মধ্যে বিশ্বাসীর দেহ মারা যাবে I তখন কি ঘটবে? বিশ্বাসীর আত্মা খ্রীষ্টের সাথে হওয়ার জন্য যায় (2 করিন্থীয়া 5:8) I বিশ্বাসী একজন স্বর্গদূত হয় না I এটি আকর্ষনীয় যে এলিয় এবং মশি উভয়ই রূপান্তরকরণের পর্বতে স্বীকারযোগ্য ছিল I তারা স্বর্গদুতে পরিণত হয় নি, কিন্তু নিজেরা আবির্ভূত হয়েছিলেন – যদিও মহিমান্বিত – এবং পিতর, যাকোব এবং যোহনের কাছে স্বীকারযোগ্য ছিলেন I

1 থিষলনীকীয় 4:13-18 এর মধ্যে পৌল আমাদের বলেন যে খ্রীষ্টে বিশ্বাসীরা যীশুতে নিদ্রাগত হয়; অর্থাৎ, তাদের দেহ মৃত হয়, কিন্তু তাদের আত্মা জীবিত থাকে I পাঠ্য আমাদের বলে যে যখন খ্রীষ্ট ফিরে আসবেন তখন তিনি তাদেরকে সাথে করে নিয়ে আসবেন যারা তাঁর মধ্যে নিদ্রাগত আছে, এবং তারপরে তাদের দেহগুলি উত্থিত হবে, খ্রীষ্টের পুনরুত্থিত দেহের ন্যায় নতুন করে তৈরী করা হবে, তাদের আত্মাগুলির সাথে সংযুক্ত হবে যাদেরকে তিনি তাঁর সাথে নিয়ে আসবেন I খ্রীষ্টে সমস্ত বিশ্বাসী যারা খ্রীষ্টের প্রত্যাবর্তনে বাস করছে তাদের দেহগুলি খ্রীষ্টের মতন হয়ে যাবে এবং তারা তাদের আত্মায় সম্পূর্ণ নতুন হবে, পাপের প্রকৃতিতে আর থাকবে না I

খ্রীষ্টে সমস্ত বিশ্বাসীরা পরস্পরকে চিনতে পারবে এবং প্রভুর সাথে চিরকাল থাকবে I আমরা অনন্তকাল ধরে তাঁর সেবা করব, স্বর্গদূত হিসাবে নয়, কিন্তু স্বর্গদূতদের সঙ্গে একসাথে মিলে I যীশু খ্রীষ্টে বিশ্বাসীর জন্য তাঁর দ্বারা প্রদত্ত জীবন্ত প্রত্যাশার জন্য প্রভুকে ধন্যবাদ জানান I

English



বাংলা হোম পেজে ফিরে যান

আমরা কি মৃত্যুর পরে স্বর্গদূত হই?
© Copyright Got Questions Ministries