settings icon
share icon
প্রশ্ন

মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

উত্তর


পবিত্র বাইবেল এ বিষয়ে সুস্পষ্ট ও চূড়ান্ত মত প্রকাশ করে যে, মৃত্যুর পর আপনি কোথায় যাবেন সে বিষয়ে কেবলমাত্র দু'টি বিকল্প রয়েছেঃ একটি হচ্ছে স্বর্গ, এবং অন্যটি হচ্ছে নরক। সাথে সাথে বাইবেল এটিকে আরও সুস্পষ্ট করে যে, মৃত্যুর পর আপনার গন্তব্য কোথায় হবে তা আপনি নিজেই নির্ণয় বা সংকল্প করতে পারেন। কিন্তু তা কিভাবে করতে পারেন? পড়তে থাকুন-

প্রথম সমস্যা হচ্ছে আমরা সকলেই পাপী (রোমীয় ৩:২৩ পদ)। যা কিছু ভুল, খারাপ কিংবা অনৈতিক তা-ই আমরা করে থাকি (উপদেশক ৭:২০ পদ)। পাপ ঈশ্বর থেকে আমাদের পৃথক করে ফেলে যার সমাধান আমরা নিজেরা করতে পারি না। কেননা আমরা আমাদের নিজ নিজ পাপের কারণেই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি (মথি ২৫:৪৬; রোমীয় ৬:২৩ক পদ)। ঈশ্বরের কাছ থেকে এই অনন্ত বিচ্ছিন্নতাই হচ্ছে অনন্ত নরক, যেটিকে পবিত্র বাইবেলে অনন্ত অগ্নি হ্রদরূপে বর্ণনা করা হয়েছে (প্রকাশিত বাক্য ২০:১৪-১৫ পদ)।

এখন আমরা দেখব এই সমস্যার সমাধান কি। যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বর নিজে মানবরূপ ধারণ করলেন ( যোহন ১:১,১৪; ৮:৫৮; ১০:৩০ পদ)। তিনি আমাদের মাঝে পাপহীন বা নিষ্কলঙ্ক জীবন যাপন করলেন (১পিতর ৩:২২; ১যোহন ৩:৫ পদ) এবং স্বেচ্ছায় আমাদের পরিবর্তে নিজের জীবন উৎসর্গ করলেন (১করিন্থীয় ১৫:৩; ১পিতর ১:১৮-১৯ পদ)। তাঁর মৃত্যু আমাদের পাপের যে শাস্তি তার মূল্য পরিশোধ করলো (২করিন্থীয় ৫:২১ পদ)। ঈশ্বর তাঁর পরিত্রাণ আমাদের জন্য দান বা অনুগ্রহ হিসাবে দিয়েছেন এবং সেই সাথে ক্ষমাও প্রদান করেছেন (রোমীয় ৬:২৩খ পদ) যা আমাদের অবশ্যই বিশ্বাসে লাভ করতে হবে (যোহন ৩:১৬; ইফিষীয় ২:৮-৯ পদ)। প্রেরিত ১৬:৩১ পদে লেখা আছে, "তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহলে পরিত্রাণ পাইবে।" আপনি আপনার একমাত্র পরিত্রাতা হিসাবে যীশুতে বিশ্বাস করুন, আপনার পাপের মূল্য পরিশোধে কেবলমাত্র তাঁর আত্মোৎসর্গে আস্থা রাখুন, তাহলে ঈশ্বরের বাক্য অনুসারে আপনার জন্য স্বর্গে রয়েছে প্রতিজ্ঞাত অনন্ত জীবন।

মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?
এটি সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে। বেছে নেওয়ার জন্য ঈশ্বর আপনাকে স্বাধীনতা দান করেছেন। ঈশ্বর আহবান করছেন যেন আপনি তাঁর কাছে ফিরে আসেন। এটিই আপনার জীবনের আহবান।

আপনি যদি অনুভব করেন যে, প্রভু যীশুকে বিশ্বাস করতে ঈশ্বর আপনাকে তৈরী করছেন (যোহন ৬:৪৪ পদ) তাহলে ত্রাণকর্তা যীশুর কাছে এখনই আসুন। ঈশ্বর যদি আপনার হৃদয় উন্মোচন করেন এবং আপনার আত্মিক অন্ধত্ব দূর করেন (২করিন্থীয় ৪:৪ পদ) তাহলে ত্রাণকর্তা খ্রীষ্টের দিকে আপনার লক্ষ্য স্থির রাখুন। আপনার পাপের কারণে আপনি যে মৃত অবস্থায় ছিলেন সেই জীবনের অভিজ্ঞতা যদি আপনার থাকে (ইফিষীয় ২:১ পদ) তাহলে পরিত্রাণকর্তা যীশুর মধ্য দিয়ে যে জীবন প্রবাহিত হয় তার কাছে ফিরে আসুন।

মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?
এর উত্তর হবে স্বর্গ কিংবা নরক। প্রভু যীশুর মধ্য দিয়ে আমরা নরককে এড়াতে পারি। যীশু খ্রীষ্টকে আপনার পরিত্রাতা হিসাবে জীবনে গ্রহণ করুন তাহলেই স্বর্গ হবে আপনার অনন্ত গন্তব্য। এর বাইরের অন্য যে কোন সিদ্ধান্ত আপনাকে ঈশ্বর থেকে বিছিন্ন করবে এবং এর ফলস্বরূপ আপনাকে নরকে যেতে হবে (যোহন ১৪:৬; প্রেরিত ৪:১২ পদ)।

এখন নিশ্চয় আপনি যদি আপনার মৃত্যুর পর কোথায় যাবেন তার সম্ভাব্য দু'টি পথের বিষয় বুঝতে পারছেন, এবং আপনার ব্যক্তিগত ত্রাণকর্তারূপে যীশু খ্রীষ্টেতে বিশ্বাস করছেন, তাহলে আমরা নিশ্চিত যে, আপনি বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং করণীয়গুলো বিশ্বাস করেছেন। আর বিশ্বাসের ফলস্বরূপ ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত থাকতে তাঁর সাথে গভীর যোগাযোগ সম্পর্ক বজায় রাখছেনঃ "প্রেমময় ঈশ্বর, আমি জানি যে, আমি মহাপাপী, এবং আমি এও জানি যে, আমার পাপের জন্য আমি চিরতরে তোমার কাছ থেকে পৃথক থাকার যোগ্য। তাই তোমার অটল ভালবাসা এবং আমার পাপের জন্য যীশুর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে আমার পক্ষে নিজ জীবন উৎসর্গ করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি যে, যীশু আমার পাপের জন্য মরেছেন এবং আমাকে পাপ থেকে মুক্ত করার জন্য কেবলমাত্র তাঁর উপরই আস্থা রাখছি। তাই এখন থেকে পাপে না থেকে তোমাতে জীবন যাপন করতে এবং তুমি আমাকে যে মহামূল্যবান পরিত্রাণ দিয়েছ সেই আশ্চর্য্ দানের জন্য তোমার প্রতি জীবনের বাকী সময় কৃতজ্ঞ থাকতে সাহায্য কর। আমাকে মুক্ত বা পরিত্রাণ করার জন্য যীশু তোমাকে ধন্যবাদ!" আমেন।

এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন? যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’ লেখা নীচের বোতামে টিক চিহ্ন দিন।

English


বাংলা হোম পেজে ফিরে যান

মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?
© Copyright Got Questions Ministries