প্রশ্ন
মন্ডলী কি?
উত্তর
আজকের দিনেও অনেক লোকই মনে করে, মন্ডলী মানে একটা দালান। বাইবেল অনুসারে মন্ডলী মানে তা নয়। “মন্ডলী” শব্দটা মূলত গ্রীক শব্দ ইকলেসিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে “একটা জনসমাজ” অথবা “আহ্বান প্রাপ্ত একদল লোক”। সুতরাং “মন্ডলীর” প্রকৃত শব্দ কোন একটা দালান বুঝায় না, কিন্তু কিছু লোকদের বুঝায়। এটাই কিন্তু স্বাভাবিক, যখন লোকদের কাছে জিজ্ঞাসা করা হয়, তারা কোন মন্ডলীতে যোগ দেয়, তখন তারা সাধারণত একটা দালান চিহ্নিত করে দেয়। রোমীয় ১৬:৫ পদে বলা হয়েছে, “তাদের বাড়ীতে যারা মন্ডলী হিসাবে একসংগে মিলিত হয় তাদেরও শুভেচ্ছা জানায়ো।” বাড়ীতে যে লোকেরা সমবেত হয়, এখানে পৌল তাদের কথা বলেছেন- যারা মূলত বিশ্বাসী হিসাবে এক দেহ, তিনি কোন দালানের কথা বলেন নাই।
মন্ডলী হচ্ছে খ্রীষ্টের দেহ, যেখানে তিনিই হচ্ছেন মাথা। ইফিষীয় ১:২২-২৩ পদে বলা হয়েছে, “ঈশ্বর সব কিছু খ্রীষ্টের পায়ের তলায় রেখেছেন এবং তাঁকে সব কিছুর অধিকার দিয়েছেন, আর তাঁকেই মন্ডলীর মাথা হিসাবে নিযুক্ত করেছেন। এই মন্ডলী আসলে খ্রীষ্টেরই দেহ। যিনি সব দিক থেকে সব কিছু পূর্ণ করেন সেই খ্রীষ্টের পূর্ণতা হল এই মন্ডলী।” পঞ্চাশত্তমী দিনের পর থেকে যীশু খ্রীষ্টে বিশ্বাসীদের নিয়ে খ্রীষ্টের দেহ তৈরী করা হয়েছে (প্রেরিত ২ অধ্যায়) এবং খ্রীষ্টের দ্বিতীয় আগমন পর্যন্ত তা থাকবে। দুইভাবে খ্রীষ্টের দেহকে তুলনা করা যায়:
১) যীশু খ্রীষ্টের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাদের নিয়ে সার্বজনীন মন্ডলী গঠিত হয়। “আমরা যিহূদী কি অযিহূদী, দাস কি স্বাধীন, সকলেরই একই পবিত্র আত্মার দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্ম হয়েছে। আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি” (১ করিন্থীয় ১২:১৩)। এই পদ বলছে যে, যে কেউই বিশ্বাস করে সে-ই খ্রীষ্টের দেহের অংশ এবং প্রমাণ হিসাবে সে-ই পবিত্র আত্মাকে পেয়েছে। যে সব লোক যীশু খ্রীষ্টে বিশ্বাস করে উদ্ধার পেয়েছে তারা সকলেই সার্বজনীন ঈশ্বরের মন্ডলীর লোক।
২) গালাতীয় ১:১-২ পদে স্থানীয় মন্ডলীকে বর্ণনা করা হয়েছে: “আমি পৌল খ্রীষ্টের একজন প্রেরিত ... আমি এবং আমার সংগে যে সব বিশ্বাসী ভাইয়েরা আছেন, আমরা সবাই গালাতিয়া মন্ডলীগুলোর কাছে লিখছি।” আমরা এখানে লক্ষ্য করি, গালাতিয়া প্রদেশে অনেকগুলো মন্ডলী ছিল, যাদের আমরা স্থানীয় মন্ডলী বলতে পারি। ব্যাপ্টিস্ট মন্ডলী, লুথারেন মন্ডলী, ক্যাথলিক মন্ডলী ইত্যাদি আসলে সার্বজনীন মন্ডলী নয় কিন্তু স্থানীয় মন্ডলী বলা যায়- যা একদল স্থানীয় বিশ্বাসীদের দেহ। সার্বজনীন মন্ডলী বলতে তাদের সাথে তুলনা করা যায়, যারা পরিপূর্ণ খ্রীষ্টের এবং যারা তাঁকে উদ্ধারকর্তা বলে বিশ্বাস করে। এই সার্বজনীন মন্ডলীর সদস্যদের স্থানীয় মন্ডলীর সাথে সহভাগিতায় ও শিক্ষাদানে জড়িয়ে থাকা উচিত।
সংক্ষেপে, মন্ডলী কোন দালান বা ডিনোমিনেশন নয়। বাইবেল অনুসারে মন্ডলী হচ্ছে খ্রীষ্টের দেহ- এবং তারা পরিত্রান বা উদ্ধারের জন্য যীশু খ্রীষ্টের উপরে বিশ্বাস করেছে (যোহন ৩:১৬; ১ করিন্থীয় ১২:১৩)। স্থানীয় মন্ডলীগুলো থেকেই সার্বজনীন মন্ডলীতে সদস্য সংগ্রহ করা হবে। স্থানীয় মন্ডলী হচ্ছে এমন একটা জায়গা, যেখান থেকে সদস্যরা সার্বজনীন মন্ডলীর সদস্যপদের জন্য ১ করিন্থীয় ১২ অধ্যায়ের অনুরূপ “দেহ” নীতি মেনে উৎসাহদানে, শিক্ষাদানে এবং একজন অন্যকে প্রভু যীশুর অনুগ্রহ ও জ্ঞানে গেঁথে তুলতে পারে।
English
মন্ডলী কি?