প্রশ্ন
এত বেশি ধর্ম কেন? সমস্ত ধর্মগুলি কি ঈশ্বরের দিকে নিয়ে যায়?
উত্তর
এত গুলি ধর্মের অস্তিত্ব এবং এই দাবি যে সমস্ত ধর্মই প্রশ্নাতীতভাবে ঈশ্বরের দিকে পরিচালিত করে, এমন অনেক লোককে বিভ্রান্ত করে যারা ঈশ্বরের সম্পর্কে সত্যের সন্ধান করেছেন, শেষ পরিণতিতে কখনও কখনও কিছু হতাশাই এই বিষয়টির নিরঙ্কুশ সত্যে পৌঁছায় I অথবা তারা সার্বজনীনবাদী দাবিটি গ্রহণ করে শেষ করে যে সমস্ত ধর্মই ঈশ্বরের দিকে পরিচালিত করে I অবশ্যই সংশয়বাদী এও প্রমাণ করেছেন যে অনেক ধর্মের অস্তিত্বে আপনি ঈশ্বরকে চিনতে পারবেন না বা শুধুমাত্র ঈশ্বরের কোনও অস্তিত্ত্বই নেই I
কেন এত ধর্ম তার বাইবেল সম্মত ব্যাখ্যা রোমীয় 1:19-21 এর মধ্যে রয়েছে I ঈশ্বরের সত্যকে প্রত্যেক মানুষের দ্বারা দেখা যায় এবং জানা যায় কারণ ঈশ্বর তা তৈরী করেছেন I ঈশ্বর সম্পর্কে সত্যকে গ্রহণ করা এবং এটির কাছে নতি স্বীকার করার পরিবর্তে বেশিরভাগ মানুষ এটিকে প্রত্যাখ্যান করে এবং ঈশ্বরকে বোঝার জন্য নিজস্ব উপায় অনুসন্ধান করে I তবে এটি ঈশ্বর সম্পর্কিত জ্ঞানার্জনের দিকে নয়, বরং চিন্তাভাবনার নিরর্থকতার দিকে পরিচালিত করে I এখানেই আমরা “বহু ধর্মের” ভিত্তি পাই I
অনেক লোক ঈশ্বরকে বিশ্বাস করতে চান না যিনি ন্যায়পরায়নতা এবং নৈতিকতার দাবি করেন, তাই তারা এমন ঈশ্বরকে আবিষ্কার করেন যাঁর এ জাতীয় কোনো প্রয়োজন নেই I অনেক লোক এমন ঈশ্বরকে বিশ্বাস করতে চান না যিনি ঘোষণা করেন যে স্বর্গের দিকে নিজের পথকে অর্জন করা মানুষের পক্ষে অসম্ভব I সুতরাং তারা এমন ঈশ্বরকে আবিষ্কার করেন যা লোকেদের স্বর্গে গ্রহণ করে যদি তারা কিছু পদক্ষেপগুলি সম্পন্ন করে থাকে, নির্দিষ্ট বিধিগুলি অনুসরণ করে এবং/অথবা নির্দিষ্ট ব্যবস্থাগুলি মেনে চলে, কমপক্ষে তাদের দক্ষতার সর্বোপরি সেরা অনুসারে I সার্বভৌম ও সর্বশক্তিমান এমন ঈশ্বরের সাথে অনেক লোক সম্পর্ক চায় না I সুতরাং তারা ঈশ্বরকে ব্যক্তিগত এবং সার্বভৌম শাসকের চেয়ে রহস্যময় শক্তি হিসাবে কল্পনা করে I
অনেক ধর্মের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে কোনো যুক্তি নয় বা এমন একটি যুক্তি যে ঈশ্বরের সম্পর্কে সত্য স্পষ্ট নয় I বরং এতগুলি ধর্মের অস্তিত্ব হ’ল মানবতার এক সত্য ঈশ্বরকে প্রত্যাখ্যানের প্রদর্শন I মানবজাতি তাকে এমন দেবতাদের দ্বারা প্রতিস্থাপন করেছে যা তাদের পচ্ছন্দের চেয়ে আরও বেশি I এটি একটি বিপজ্জনক উদ্যোগ I আমাদের নিজস্ব প্রতিমূর্তিতে ঈশ্বরকে পুনসৃষ্টি করার আকাঙ্খা আমাদের মধ্যে থাকা পাপ প্রকৃতি থেকে আসে - এমন একটি প্রকৃতি যা শেষ পর্যন্ত “ধ্বংসের ফসল কাটবে” (গালাতীয় 6:7-8) I
সমস্ত ধর্ম কি ঈশ্বরের দিকে পরিচালিত করে? না I সমস্ত লোকেরা – ধর্মীয় বা অন্যথায় – ঈশ্বরের সামনে একদিন দাঁড়াবে (ইব্রীয় 9:27), তবে ধর্মীয় অনুষঙ্গ এমন নয় যা আপনার অনন্তকালীন গন্তব্য স্থির করবে I কেবলমাত্র যীশু খ্রীষ্টের বিশ্বাসই বাঁচাতে পারবে I “পুত্রকে যে পেয়েছে সে সেই জীবন পেয়েছে; ঈশ্বরের পুত্রকে যে পায় নি, সে সেই জীবন পায় নি” (1 যোহন 5:12) I এটি এত সরল I কেবলমাত্র খ্রীষ্ট ধর্ম – যীশু খ্রীষ্টের মৃত্যু এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস – ঈশ্বরের ক্ষমা ও অনন্ত জীবনের দিকে পরিচালিত করে I পুত্রের মাধ্যম ছাড়া আর কেউ পিতার কাছে আসে না (যোহন 14:6) I আপনি কি বিশ্বাস করেন তাতে কিছু এসে যায় না I যীশু খ্রীষ্ট সম্পর্কে সত্যকে আলিঙ্গন করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ I অনন্তকাল ভুল হতে একটি অতি দীর্ঘ সময় লাগে I
English
এত বেশি ধর্ম কেন? সমস্ত ধর্মগুলি কি ঈশ্বরের দিকে নিয়ে যায়?