settings icon
share icon
প্রশ্ন

একজন খ্রীষ্টিয়ানের আত্ম-সম্মানকে কিভাবে দেখা উচিত?

উত্তর


অনেকে আত্ম-সম্মানকে “তাদের দক্ষতা, সাফল্য, মর্যাদা, আর্থিক সম্পদ, বা উপস্থিতির উপরে ভিত্তি করে যোগ্যতার অনুভূতি” হিসাবে সজ্ঞায়িত করেন I এই জাতীয় আত্ম-সম্মান একজন ব্যক্তিকে স্বাধীন এবং গর্বিত বোধ করতে আত্ম-উপাসনায় লিপ্ত করতে পারে, যা ঈশ্বরের প্রতি আমাদের আকাঙ্খাকে নিস্তেজ করে I যাকোব 4:6 আমাদের বলে যে “ঈশ্বর গর্বিতদের বিরোধিতা করেন কিন্তু নম্র লোককে অনুগ্রহ করেন I” আমরা যদি কেবল আমাদের পার্থিব সম্পদগুলিতে বিশ্বাস করি তবে গর্বের ভিত্তিতে আমরা অনিবার্যভাবে মূল্যবোধের বাইরে চলে যাব I যীশু আমাদের বলেছিলেন, “তোমরাও যখন তোমাদের যা করতে বলা হয়েছিল তা করেছ, তখন বলে নেওয়া উচিত, ‘আমরা অযোগ্য দাস; আমরা কেবল আমাদের কর্তব্য করেছি’” (লুক 17:10) I

এর অর্থ এই নয় যে খ্রীষ্টিয়ানদের আত্ম-সম্মান কম হওয়া উচিত I এর একমাত্র অর্থ যে আমাদের ভাল মানুষ হওয়ার বোধটি আমরা যা করি তার উপরে নির্ভর করে না, বরং আমরা খ্রীষ্টে কারা রয়েছি তার উপরে নির্ভর করে I তাঁর সামনে আমাদের বিনীত হওয়া দরকার, এবং তিনি আমাদের সম্মান করবেন I গীতসংহিতা 16:2 আমাদের মনে করিয়ে দেয়, “আমি প্রভুকে বললাম, ‘তুমি আমার প্রভু; তোমাকে ছাড়া আমার কাছে কোনো ভাল জিনিস নেই I’” খ্রীষ্টিয়ানরা ঈশ্বরের সাথে এক সঠিক সম্পর্ক রেখে আত্ম-মূল্য এবং আত্ম-সম্মান অর্জন করে I আমরা জানতে পারি যে আমরা তাঁর মূল্যবান, কারণ তার পুত্র, যীশু খ্রীষ্টের রক্তের দ্বারা ঈশ্বর আমাদের জন্য উচ্চ মূল্য প্রদান করেছেন I

এক অর্থে কম আত্ম-সম্মান গর্বের বিপরীত I নিম্ন-আত্ম-সম্মান গর্বেরও একটি রূপ I কিছু লোকের কম আত্ম-সম্মান থাকে, কারণ তারা চায় যে লোকেরা তাদের জন্য অনুভব করবে, তাদের দিকে মনোযোগ দেবে, তাদের স্বান্তনা দেবে I কম আত্ম-সম্মান হ’ল অনেকটা গর্বের মতই “আমার দিকে দেখ” এর একটি ঘোষণা হতে পারে I এটি একই গন্তব্যে পৌঁছতে সহজভাবে পৃথক রাস্তা নেয়, তা হ’ল আত্ম-শোষণ, আত্ম-আবেগ এবং স্বার্থপরতা I পরিবর্তে আমাদের নি:স্বার্থ হতে হবে, নিজের কাছে মরে যেতে হবে এবং সেই মহান ঈশ্বরের প্রতি আমাদের ধ্যান দিতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং বাঁচিয়ে রেখেছেন I

বাইবেল আমাদের বলে যে ঈশ্বর যখন আমাদেরকে তাঁর নিজের লোক হিসাবে ক্রয় করেছিলেন তখন ঈশ্বর আমাদের মূল্য দিয়েছেন (ইফিষীয় 1:14) I এই কারণে, একমাত্র তিনিই সম্মান এবং প্রশংসার যোগ্য I আমাদের কাছে যখন স্বাস্থ্যকর আত্ম-সম্মান থাকে, তখন আমরা আমাদের নিজেকে এতটা মূল্যবান করব যে এমন পাপের সাথে জড়িত হব না যা আমাদের দাস করে I পরিবর্তে আমাদের নিজেদেরকে নম্রতার সাথে আচরণ করা উচিত, অন্যদেরকে নিজের চেয়ে ভাল হিসাবে ভাবা উচিত (ফিলিপীয় 2:3) I রোমীয় 12:3 সতর্ক করে, “নিজেকে যা ভাবা উচিত তার চেয়ে বেশি ভাববে না, বরং ঈশ্বর তোমাদের যে পরিমাণ বিশ্বাস দিয়েছেন সেই মানদণ্ডের সাথে নিজেকে শান্ত বিচার করে ভাব I”

English



বাংলা হোম পেজে ফিরে যান

একজন খ্রীষ্টিয়ানের আত্ম-সম্মানকে কিভাবে দেখা উচিত?
© Copyright Got Questions Ministries