প্রশ্ন
গর্ব সম্বন্ধে বাইবেল কি বলে?
উত্তর
ঈশ্বর যে ধরণের গর্বকে ঘৃণা করে (হিতোপদেশ 8:13) এবং যে ধরণের গর্ব আমাদের একটি ভালো কাজের সম্বন্ধে (গালাতীয় 6:4) আমরা করি বা আমাদের প্রিয়জনদের সাফল্যের উপরে (2 করিন্থীয় 7:4) আমরা যে ধরণের গর্ব প্রকাশ করি তার মধ্যে পার্থক্য আছে I স্ব=ধার্মিকতা বা অহংকার থেকে উদ্ভূত এই ধরণের গর্ব পাপ, যাইহোক, এবং ঈশ্বর এটিকে ঘৃণা করেন যেহেতু এটি তাঁর অন্বেষণের ক্ষেত্রে একটি বাধা I
গীতসংহিতা 10:4 ব্যাখ্যা করে যে গর্বিতরা নিজেরাই গ্রসিত হয়ে যায় যে তাদের চিন্তাভাবনা ঈশ্বরের থেকে দুরে থাকে: “তার গর্বের মধ্যে দুষ্ট তাঁর অন্বেষণ করে না; তার সমস্ত চিন্তাভাবনায় ঈশ্বরের জন্য কোনো স্থান নেই I” এই ধরণের অহংকারী গর্ব ঈশ্বর যে নম্রতার আত্মা চান তার বিপরীত: “ধন্য তারা যারা আত্মায় দীন: কারণ স্বর্গ রাজ্য তাদেরই” (মথি 5:3) I “আত্মায় দীন” তারাই যারা তাদের সম্পূর্ণ আধ্যাত্মিক দেউলিয়া অবস্থাকে জানতে পারে এবং ঐশ্বরিক অনুগ্রহকে বাদ দিয়ে ঈশ্বরের কাছে আসার অক্ষমতাকে স্বীকার করে I অন্যদিকে গর্বিতরা তাদের গর্বে এতটাই অন্ধ হয়ে যায় যে তারা মনে করে যে তাদের ঈশ্বরের প্রয়োজন নেই বা আরও খারাপ যে, ঈশ্বর তাদেরকে গ্রহণ করুন কারণ তারা তাঁর গ্রহণযোগত্যার প্রাপ্য I
সমস্ত ধর্মগ্রন্থ জুড়ে আমাদেরকে গর্বের পরিণামের কথা বলা হয়েছে I হিতোপদেশ 16:18-19 আমাদের বলে যে “গর্ব ধ্বংসের আগে আগে চলে, পতনের আগে এক গর্বিত আত্মা I গর্বিতদের সাথে লুণ্ঠন ভাগ করে নেওয়ার চেয়ে চেতনায় এবং নিপীড়িতদের মধ্যে নিচু হওয়া ভাল I” গর্বের কারণে শয়তানকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছিল (যিশাইয় 14:12-15) I নিজেকে বিশ্বজগতের ন্যায় বিচারক হিসাবে ঈশ্বরের সাথে প্রতিস্থাপন করার চেষ্টা করার মতন স্বার্থপর ঔধত্ব তার ছিল I কিন্তু ঈশ্বরের চূড়ান্ত বিচারে শয়তানকে নরকে নিক্ষেপ করা হবে I যারা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করতে উত্থিত হয়, তাদের সামনে বিপর্যয় ছাড়া আর কিছুই নেই (যিশাইয় 14: 22) I
গর্ব অনেক লোককে যীশু খ্রীষ্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করা থেকে বিরত রেখেছে I পাপ স্বীকার করা এবং এটি স্বীকার করা যে আমাদের নিজস্ব শক্তিতে আমরা অনন্তকালীন জীবনের অধিকারী হওয়ার জন্য কিছুই করতে পারি না যা গর্বিত লোকেদের জন্য একটি নিরন্তর ঠোকর হয় I আমরা নিজেদের নিয়ে গর্ব করব না; যদি আমরা গর্ব করতে চাই, তবে আমরা ঈশ্বরের গৌরব প্রচার করব I আমরা নিজেদের সম্বন্ধে যা বলি তার ঈশ্বরের কার্যের মধ্যে কোনো অর্থ নেই I ঈশ্বর আমাদের সম্পর্কে যা বলেন তা পার্থক্য করে (2 করিন্থীয় 10:18) I
গর্ব এত পাপী কেন? গর্ব হ’ল এমন কিছু যা ঈশ্বরের দ্বারা সম্পাদিত এমন কোনো কিছুর জন্য আমাদের কৃতিত্ব দিচ্ছে I গর্ব সেই মহিমাকে গ্রহণ করা যা একমাত্র ঈশ্বরের হয়, এবং তাকে আমাদের জন্য রাখা I গর্ব মূলত আত্ম-উপাসনা I এই পৃথিবীতে আমরা যা কিছু সম্পাদন করি তা সম্ভব হত না যদি ঈশ্বর আমাদের সক্ষম করে ও বাঁচিয়ে না রাখতেন I “আপনার কাছে কি আছে যা আপনি পান নি? এবং আপনি যদি তা পেয়ে থাকেন, তবে আপনি কেন এইরকম গর্ব করেন, যদিও আপনি তা করেন নি?” (1 করিন্থীয় 4:7) এইজন্য ঈশ্বরকে আমরা গৌরব দিই – তিনিই এর প্রাপ্য I
English
গর্ব সম্বন্ধে বাইবেল কি বলে?