settings icon
share icon
প্রশ্ন

সন্তানদের কি তাদের পিতা-মাতার পাপের জন্য শাস্তি দেওয়া হয়?

উত্তর


সন্তানদের তাদের পিতা-মাতার পাপের জন্য শাস্তি দেওয়া হয় না; নাতো তাদের সন্তানদের পাপের জন্য পিতা-মাতাকে শাস্তি দেওয়া হয় I আমাদের প্রত্যেকে আমাদের নিজস্ব পাপের জন্য দায়ী I যিহিষ্কেল 18:20 আমাদের বলে, “যে প্রাণী পাপ করে সেই মরবে I পিতার অপরাধ পুত্র ভাগ করবে না, নাতো পুত্রের অপরাধ পিতা ভাগ করবে I” এই পদটি স্পষ্টভাবে দেখায় যে কারোর পাপের শাস্তি সেই ব্যক্তির দ্বারা বহন করা হয় I

এমন একটি পদ রয়েছে যা কাউকে বিশ্বাস করতে পরিচালিত করে যে বাইবেল পাপের জন্য আন্ত:সংশ্লিষ্ট শাস্তির শিক্ষা দেয়, তবে এই ব্যাখ্যাটি ভুল I প্রশ্নসূচক পদটি হ’ল যাত্রাপুস্তক 20:5, যা মূর্তিগুলির বিষয়ে উল্লেখ করে বলে, “তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের উপাসনা করবে না; কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, এক ঈর্ষাপরায়ণ ঈশ্বর, পিতার পাপের জন্য সন্তানদের শাস্তি দিই তাদের তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম পর্যন্ত যারা আমাকে ঘৃনা করে I” এই পদটি শাস্তির সম্বন্ধে যত না বলছে, বরং পরিণাম সম্বন্ধে তার চেয়ে বেশি বলছে I এটি বলছে যে একজন মানুষের পাপের পরিণতি পরবর্তী প্রজন্মে অনুভব করা যায় I ঈশ্বর ইসরায়েলীয়দের বলছিলেন যে তাদের সন্তানরা তাদের অবাধ্যতা এবং ঈশ্বরের প্রতি ঘৃণার স্বাভাবিক পরিনতি হিসাবে তাদের পিতা-মাতার প্রজন্মের প্রভাব অনুভব করবে I এই জাতীয় পরিবেশে বেড়ে ওঠা সন্তানরা অনুরূপ প্রতিমা পূজা অনুশীলন করবে, ফলে অবাধ্যতার প্রতিষ্ঠিত নমুনায় পড়বে I অবাধ্য প্রজন্মের প্রভাব দুষ্টতাকে এত গভীরভাবে রোপন করত যে এটিকে পাল্টাতে বেশ কয়েকটি প্রজন্ম লেগে যেত I ঈশ্বর আমাদের পিতা-মাতার পাপের জন্য দায়বদ্ধ করেন না, তবে যাত্রাপুস্তক 20:5 এর বর্ণনা অনুসারে আমরা কখনও কখনও আমাদের পিতা-মাতার দ্বারা কৃত পাপের ফলস্বরূপ আমরা কষ্টভোগ করি I

যিহিষ্কেল 18:20 দেখায়, আমাদের মধ্যে প্রত্যেকে তার নিজস্ব পাপের জন্য দায়ী এবং তাদের জন্য আমাদের অবশ্যই শাস্তি বহন করা উচিত I আমরা অন্যের সাথে আমাদের অপরাধ ভাগ করে নিতে পারি না, অন্য একজনকেও এর জন্য দায়ী করা যায় না I তবে এই নিয়মের একটি ব্যতিক্রম রয়েছে এবং এটি সমস্ত মানব জাতির জন্য প্রযোয্য I একজন মানুষ অন্যদের পাপ বহন করলেন এবং তাদের জন্য জরিমানা দিলেন যাতে পাপীরা ঈশ্বরের দৃষ্টিতে সম্পূর্ণরূপে ধার্মিক এবং নিখুঁত হতে পারে I “যিনি পাপ করেন নি ঈশ্বর তাঁকে পাপ হতে তৈরী করলেন, যাতে আমরা তাঁর মধ্যে ঈশ্বরের ধার্মিকতায় পরিণত হতে পারি” (2 করিন্থীয় 5:21) I যীশু খ্রীষ্ট তাদের জন্য পাপের শাস্তি হরণ করে নেন যারা বিশ্বাসে তাঁর কাছে আসে I

English



বাংলা হোম পেজে ফিরে যান

সন্তানদের কি তাদের পিতা-মাতার পাপের জন্য শাস্তি দেওয়া হয়?
© Copyright Got Questions Ministries