settings icon
share icon
প্রশ্ন

Glossolalia অথবা অপরিচিত ভিন্ন ভাষায় কথা বলা বলতে কী বোঝায়?

উত্তর


“glossolalia” বলতে এমন কোন ব্যাপারকে বোঝায় যখন মানুষ আনন্দের মধ্যে থেকে দুর্বোধ্য ভাষার শব্দ ব্যবহার করে “আনন্দ ধ্বনি” উচ্চারণ করে থাকে। “গ্লসোলালিয়া” শব্দটিকে মাঝে মাঝে ‘জেনোগ্লসিয়া’ শব্দের সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয় কারণ এই ‘জেনোগ্লসিয়া’ শব্দের অর্থই হলো বাইবেলীয় ভাষায় যেটিকে বলা হয় ‘‘পরভাষায় প্রার্থনা করার বরদান”। যাহোক, “গ্লসোলালিয়া”হল কোন অস্তিত্বহীন ভাষায় আধো আধো করে কিছু বলা; এবং অন্য দিকে ‘জেনোগ্লসিয়া’ বলতে এমন কোন ভাষায় কথা বলাকে বোঝায় যে ভাষা বক্তা কখনও শিখেনি।

আরও বলা যে, জেনোগ্লোসিয়া একটি সহজাত বা প্রাকৃতিক ক্ষমতা নয়, গবেষণায় দেখা গেছে যে, গ্লোসোলালিয়া হলো এমন একটি আচরণ যা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়।। লুথারান মেডিকেল সেন্টারের (Lutheran Medical Center) পরিচালিত গবেষণায় দেখা গেছে যে, শুধু কিছু সাধারণ নির্দেশনা প্রদান করলেই গ্লোসোলালিয়া সহজেই শিখানো যায়। তথ্যানুযায়ী দেখা গেছে যে, ছাত্ররা কোনো ধরনের অবচেতন আচরণের লক্ষণ ছাড়াই "ভিন্ন ভাষায় কথা বলা" প্রদর্শন করতে সক্ষম হয়েছিল । আরেকটি পরীক্ষায় ষাটজন ছাত্রের ওপর পরীক্ষা করে দেখা গেছে যে, গ্লোসোলালিয়ার একটি এক মিনিটের নমুনা শোনার পর, তাদের ২০ শতাংশ সঠিকভাবে তা অনুকরণ করতে সক্ষম হয়েছে। কিছু প্রশিক্ষণের পর, ৭০ শতাংশ ছাত্র সফল হয়েছে।

বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে গ্লোসোলালিয়া (glossolalia) পর্যবেক্ষণ করা যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পৌত্তলিক ধর্মগুলো অপরিচিত ভিন্ন ভাষার মাধ্যমে কথা বলার প্রতি বিশেষ আকৃষ্ট। এর মধ্যে রয়েছে সুদানের শামানরা, আফ্রিকার পশ্চিম উপকূলের শাঙ্গো (Shango) উপাসকগণ, ইথিওপিয়ার জোর (Zor) উপাসকগণ, হাইতির ভুডু (Voodoo) উপাসনা এবং দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায়। পবিত্র ব্যক্তি কর্তৃক বিড়বিড় করা বা অর্থহীন শব্দ ব্যবহার করা, যা গভীর আধ্যাত্মিক জ্ঞান হিসেবে বিবেচিত হয়, এটি একটি প্রাচীন প্রথা।

গ্লোসোলালিয়ার (glossolalia) মূলত দু’টি দিক রয়েছে। প্রথমত, ভাষার মতো শব্দে কথা বলা বা বিড়বিড় করা। এটি প্রায় সবাই করতে সক্ষম; এমনকি শিশুরাও, যারা এখনও কথা বলা শেখেনি, তারা বাস্তব ভাষার অনুকরণ করতে পারে, যদিও তা বোধগম্য হয় না। এতে কোনো ব্যতিক্রমী বিষয় নেই। গ্লোসোলালিয়ার দ্বিতীয় দিকটি হল উন্মাদনা বা উচ্ছ্বাসপূর্ণ উৎফুল্লতার প্রদর্শন। এটিতেও কিছু অস্বাভাবিকতা নেই, যদিও ইচ্ছাকৃতভাবে এটি করা কোন ভাষার শব্দ উচ্চারণের চেয়ে বেশি কঠিন।

কিছু খ্রীষ্টিয় সম্প্রদায়, বিশেষত পেন্টিকস্টাল (Pentecostal) মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন যে, গ্লোসোলালিয়ার (glossolalia) জন্য একটি অতিপ্রাকৃত ব্যাখ্যা রয়েছে, যা নতুন নিয়মে বর্ণিত ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। তারা বিশ্বাস করেন যে, পরভাষায় কথা বলার এই বরদানটির মূল উদ্দেশ্য হলো পবিত্র আত্মার আবির্ভাব প্রদর্শন করা, যেভাবে পঞ্চাশত্তমী দিবসে (প্রেরিত ২:১-৪ পদ) এটি প্রকাশিত হয়েছিল। এটি ভাববাদী যোয়েলের (Joel) ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঘটেছিল, যা প্রেরিত ২:১৭ পদে উল্লেখ করা হয়েছে।

যে সব খ্রীষ্টিয় সম্প্রদায় কোন না কোনভাবে গ্লোসোলালিয়ার (glossolalia) চর্চা সমর্থন করে, তাদের মধ্যে এর কার্যপ্রণালী সম্পর্কে ভিন্ন মত দেখা যায়। উদাহরণস্বরূপ, কেউ কেউ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এটি পবিত্র আত্মার একটি বিশেষ উপহার, আবার অন্যরা এর গুরুত্ব কমিয়ে দেখেন এবং বলেন যে, পৌল উল্লেখ করেছিলেন, “পরভাষায় কথা বলা” উপহারটি পবিত্র আত্মার অন্যান্য বরদানগুলোর মতো ততটা গুরুত্বপূর্ণ নয় (১করিন্থীয় ১৩ অধ্যায়টি লক্ষ্য করুন)। এছাড়াও, কিছু লোক এই বিষয়ে আলোচনা এড়িয়ে মন্ডলীকে বিভক্তি থেকে রক্ষা করতে চায় এবং এটিকে সম্পূর্ণ এড়িয়ে যায় বা এটিকে একটি সাধারণ মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা হিসেবে বাতিল করে দেয়। আবার এমন লোকও রয়েছেন যারা গ্লোসোলালিয়াকে শয়তানের প্রতারণা হিসেবে গণ্য করেন।

বিশ্বজুড়ে বিভিন্ন অজানা ভাষা শোনা এবং বোঝা যায়, তবে "উচ্ছ্বাসপূর্ণ উক্তি" বা "পরভাষা" হিসেবে যা বলা হয়, তা বিদ্যমান ভাষা হিসেবে শোনা বা বোঝা যায় না। এ ধরনের ক্ষেত্রে আমরা যা শুনি, তা হলো বাড়াবাড়ি, বিভিন্ন দাবি উত্থাপন, বিভ্রান্তি এবং শব্দের প্রাচুর্য। আদি মন্ডলীর সময় যেমনটি বলা হয়েছিল, তেমনটি এখন বলতে পারি না যে, ‘আমরা প্রত্যেকে তাদের নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে শুনি [বা বুঝি]’(প্রেরিত ২:৮ পদ)।

সরলভাবে বললে, গ্লোসোলালিয়ার (glossolalia) চর্চা পবিত্র বাইবেলে উল্লেখিত ‘পরভাষায় কথা বলা’ কোন উপহার বা বরদান নয়। সাধু পৌল স্পষ্টভাবে বলেছেন যে, পরভাষায় কথা বলার বরদানের প্রধান উদ্দেশ্য ছিল অবিশ্বাসীদের জন্য তা একটি নিদর্শন হওয়া এবং খ্রীষ্টের সুসমাচার প্রচার করা (১করিন্থীয় ১৪:১৯, ২২ পদ) ।

English


বাংলা হোম পেজে ফিরে যান

Glossolalia অথবা অপরিচিত ভিন্ন ভাষায় কথা বলা বলতে কী বোঝায়?
© Copyright Got Questions Ministries