settings icon
share icon
প্রশ্ন

ব্যবধান তত্বটি কি? আদিপুস্তক 1:1 এবং 1:27 এর মধ্যে কি কিছু ঘটেছিল?

উত্তর


আদিপুস্তক 1:1-2 বলে, “শুরুতে ঈশ্বর আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করলেন I এখন পৃথিবী ছিল নিরাকার এবং শুন্য, পরিমন্ডলের উপরে অন্ধকার ছিল গভীর, এবং ঈশ্বরের আত্মা জলের উপরে ঘুরে বেড়াচ্ছিল I” ব্যবধান তত্ত্ব হ’ল এই দৃষ্টিভঙ্গি যে ঈশ্বর ডাইনোসরস এবং অন্যান্য প্রানীগুলি সহ সমস্ত প্রানীকে নিয়ে একটি সম্পূর্ণ কার্যক্ষম পৃথিবী তৈরী করেছিলেন যা আমরা কেবল জীবাশ্ম তথ্য থেকে জানি I পরে তত্বটি বলে, পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করার জন্য এমন কিছু ঘটেছিল – সম্ভবত শয়তানের পৃথিবীতে পতন হয়েছিল – যাতে গ্রহটি নিরাকার এবং শুন্য হয়ে গেল I এই মুহুর্তে ঈশ্বর আবারও শুরু করেছিলেন, পৃথিবীকে এর স্বর্গের আকারে পুনরায় তৈরী করেছিলেন যেমন আদিপুস্তকে আরও বর্ণনা করা হয়েছে I ব্যবধান তত্ত্ব যা ঈশ্বরবাদী বিবর্তন এবং দিন-যুগের তত্ত্ব থেকে পৃথক, একে বলা হয় পুরাতন বিশ্ব-সৃষ্টিবাদ, ব্যবধান সৃষ্টিবাদ, এবং ধ্বংস-পুনর্গঠন তত্ত্ব I

যুবা-পৃথিবীর সৃষ্টিবাদের মধ্যে, আদিপুস্তক 1:1 কে হিব্রু কাহিনী বলার আকারে সম্পূর্ণ অধ্যায় 1 এর সংক্ষিপ্তসার হিসাবে দেখা যায় I তারপরে দ্বিতীয় পদটি ধাপে ধাপে প্রক্রিয়াটির বিস্তারিত ভাঙ্গন শুরু করে যাকে পদ 1 সংক্ষিপ্তসার করেছে I তবে “পৃথিবীটি নিরাকার এবং শুন্য ছিল, [এবং] পরিমন্ডলের উপরে গভীর অন্ধকার ছিল” (আদিপুস্তক 1:2) বিস্ময়কর হতে পারে I ঈশ্বর একটি অকেজো এবং আকারহীন পৃথিবী তৈরী করেছিলেন এই ধারনাটি কিছু রক্ষণশীল ধর্মতত্ত্ববিদদের কাছে অস্বস্তিকর অবস্থান এবং এটি তাদেরকে ব্যবধান তত্ব বা পুরাতন-পৃথিবীর দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায় I

ব্যবধান তত্ত্বের রক্ষণশীল সমর্থকদের মতে, আদিপুস্তক 1:1 ঈশ্বরের মূল সৃষ্টির বর্ণনা করে – প্রত্যেক দিক থেকে নিখুঁত I পরে, 1 এবং 2 পদগুলির মধ্যে, শয়তান স্বর্গে বিদ্রোহ করেছিল এবং তাকে বাইরে ফেলে দেওয়া হয়েছিল I শয়তানর পাপ মূল সৃষ্টিকে “ধ্বংস” করেছিল; অর্থাৎ তার বিদ্রোহ এর ধ্বংস এবং পরিণামগত মৃত্যু নিয়ে এসেছিল, এবং পৃথিবী এর “নিরাকার এবং শুন্য” অবস্থায় হ্রাস পেয়েছিল, “পুনর্নির্মাণের” জন্য প্রস্তুত ছিল I জড়িত সময়ের দৈর্ঘ্য – “ব্যবধানের” আয়তন - নির্দিষ্ট না হলেও কয়েক লক্ষ বছর স্থায়ী হয়ে থাকতে পারে I

অবশ্যই আদমের পূর্বে শয়তানের পতন হয়েছিল; অন্যথায়, উদ্যানে কোনো প্রলোভন থাকত না I যুবক-পৃথিবীর সৃষ্টিবাদী বলে যে শয়তান আদি পুস্তকের 1:31 এর পরে কোনো সময় শয়তানের পতন হয়েছিল I ব্যবধানের সৃষ্টিবাদীগণ বলেন যে শয়তানের পতন আদিপুস্তক 1:1 এবং 2 এর মাঝখানে হয়েছিল I

ব্যবধান তত্বের একটি অসুবিধা হ’ল যে এটিতে আদমের পতনের পূর্বে সৃষ্টির মৃত্যু এবং ধ্বংসের ভোগান্তির প্রয়োজন হয় I রোমীয় 5:12 বলে, “পাপ একটি মানুষের মধ্য দিয়ে জগতে প্রবেশ করেছিল, এবং মৃত্যু পাপের মাধ্যমে, আর এইভাবে মৃত্যু সকল লোকের কাছে উপস্থিত হ’ল, কারণ সকলে পাপ করল I” ব্যবধান তত্ত্ব দুই জগতকে সত্য বলে মেনে নেওয়ার দ্বারা বিরুদ্ধাচরণ করে I শয়তানের পাপ মূল সৃষ্টিতে মৃত্যু এনেছিল, তা যেরকমই ছিল না কেন; এবং আদমের পাপ মানব রাজত্বে পুন:-সৃষ্টিতে মৃত্যু নিয়ে এসেছিল I আদমের পাপের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে মন্দটি প্রবেশ করেছিল এবং মানুষের রাজত্বটি অভিশপ্ত হয়েছিল I কিন্তু মানবজাতির বাইরে বিদ্রোহ ইতিমধ্যেই বিদ্যমান ছিল (আত্মিক রাজ্য), যেহেতু শয়তান এবং তার দূতগণ ইতিমধ্যেই পতিত হয়েছিল (যিশাইয় 14:12-14; যিহিষ্কেল 28:12-18) I যতক্ষণ না মানুষ এটি বেছে নেয় ততক্ষণ পাপ মানুষের রাজ্যে প্রবেশ করতে পারে না I এবং শয়তান, সর্পের মাধ্যমে, সফলভাবে মানুষকে সেই পচ্ছন্দটি করতে প্রলুব্ধ করেছিল I

ব্যবধান তত্বের আপত্তিগুলির মধ্যে এই ধারণাটি অন্তর্ভুক্ত রয়েছে যে, যদি আদিপুস্তক 1:1 এবং 2 এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটেছিল, তবে ঈশ্বর আমাদের অজ্ঞতার মধ্যে অনুমান করতে ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাদের তা বলতেন I এছাড়াও আদিপুস্তক 1:31 বলে যে ঈশ্বর তাঁর সৃষ্টিকে “খুব ভালো” হিসাবে ঘোষণা করেছিলেন – একটি বক্তব্য এই তত্বটির সাথে মানানসই হওয়া কঠিন যে “ব্যবধানের” মধ্যে শয়তানের পতনের কারণে মন্দটি ইতিমধ্যেই বিদ্যমান ছিল I

আক্ষরিক অর্থে, ছয় দিনের সৃষ্টি সপ্তাহকে ধরে রাখা এবং এখনও ব্যবধান তত্বকে ধরে রাখা সম্ভব – ব্যবধান তত্বটির বিবর্তনের সত্য হওয়ার প্রয়োজন হয় না, যেহেতু ব্যবধানটি আদিপুস্তক 1:3 এর মধ্যে প্রথম দিনের ঘটনার পূর্বে পড়ে I আর এই কারণেই কিছু রক্ষণশীল পন্ডিতগণ ব্যবধান তত্বকে বিশ্বাস করেন, যদিও এর গ্রহণযোগ্যতা প্রবক্তা সি. আই. স্কোফিল্ড এবং জে. ভারনন ম্যাকগির সময় থেকে অচল হয়েছে I

তবে যারা ব্যবধান তত্বকে ধরে রেখেছেন তাদের মধ্যে অনেকেই আদিপুস্তক বইয়ের সাহায্যে পুরনো-পৃথিবী, বিবর্তনীয় তত্বগুলির পুনর্মিলন করার জন্য এইরকম করেন I তবে এটি একটি চাপযুক্ত পুনর্মিলন বলে মনে হয় I আদিপুস্তক 1 এর সরল পাঠ প্রথম দুটি পদের মধ্যে সময়ের দৈর্ঘ্যকে মোটেও বদ্ধমূল করে না I আদিপুস্তক 1:1 আমাদের বলে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন I আদিপুস্তক 1:2 আমাদের জানায় যে, তিনি যখন পৃথিবী প্রথম সৃষ্টি করেছিলেন, তখন তা নিরাকার, শুন্য এবং অন্ধকার ছিল; এটি অসম্পূর্ণ এবং জনহীন ছিল I আদিপুস্তকের বাকি 1 সম্পর্কিত করেছে ঈশ্বর কিভাবে জীবন, সৌন্দর্য এবং ধার্মিকতায় এটিকে ভরাট করে নিরাকার, খালি, এবং অন্ধকার পৃথিবীকে সম্পূর্ণ করেছিলেন I

English



বাংলা হোম পেজে ফিরে যান

ব্যবধান তত্বটি কি? আদিপুস্তক 1:1 এবং 1:27 এর মধ্যে কি কিছু ঘটেছিল?
© Copyright Got Questions Ministries