settings icon
share icon
প্রশ্ন

আমি কিভাবে আমার বন্ধু এবং তাদের পরিবারের সবাইকে অসন্তুষ্ট না করে এবং দূরে সরিয়ে না রেখে তাদের কাছে সুসমাচার প্রচার করতে পারি?

উত্তর


এটি বেশ লক্ষণীয় বিষয় যে, প্রায় প্রতিটি খ্রীষ্টিয়ানেরই সদস্য সমেত পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী অথবা পরিচিত এমন কেউ আছেন যিনি খ্রীষ্টিয়ান নন। অন্যদের কাছে সুখবর বলা বেশ কঠিন বলে মনে হতে পারে। এটি আরও কঠিন হয়ে পড়ে যখন এই বিষয়টির সাথে জড়িত ব্যক্তিটি এমন একজন যার সাথে আমাদের খুবই ঘনিষ্ঠ আবেগময় সম্পর্ক বিদ্যমান। পবিত্র বাইবেল আমাদের বলে যে, সুসমাচার শুনে কিছু লোক অসন্তুষ্ট হতেই পারে (লূক ১২:৫১-৫৩ পদ)। যাহোক, আমাদের আদেশ করা হয়েছে যেন আমরা অন্যদের কাছে সুসমাচারের কথা শেয়ার করি এবং এটি না করার পক্ষে অন্য কোন কারণ বা অজুহাত থাকতে পারে না (মথি ২৮:১৯-২০; প্রেরিত ১:৮; ১পিতর ৩:১৫ পদ)।

কাজেই আমরা কিভাবে আমাদের পরিবারের সদস্যদের কাছে, বন্ধু-বান্ধবদের কাছে, সহকর্মীদের কাছে এবং পরিচিত জনদের কাছে সুসমাচার প্রচার করতে পারি? এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাদের জন্য প্রার্থনা করা। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন যেন তিনি তাদের অন্তর পরিবর্তন করেন এবং সুসমাচারের সত্য অবলোকন করার জন্য তাদের চোখ (অন্তরাত্মা) খুলে দেন (২করিন্থীয় ৪:৪ পদ)। প্রার্থনা করুন যেন ঈশ্বর তাদের মধ্যে এই বিশ্বাস জন্মান যে, তাদের প্রতি তাঁর অটল ভালবাসা রয়েছে এবং একমাত্র যীশু খ্রীষ্টের মধ্য দিয়েই তাদের পরিত্রাণ বা পাপের ক্ষমা লাভ করা প্রয়োজন (যোহন ৩:১৬ পদ)। অন্য লোকদের কাছে কিভাবে উত্তম সুসমাচার প্রচারকারী হওয়া যায় সে বিষয়ে জ্ঞান লাভের জন্য প্রভুর কাছে প্রার্থনা করা দরকার।

অন্যদের কাছে সুসমাচার সম্পূর্ণ সঠিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় শেয়ার করার জন্য আমাদের অবশ্যই ইচ্ছুক এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। পরিত্রাণের এই বাণী আপনার বন্ধু এবং তার পরিবারের লোকদের কাছে তুলে ধরুন যে, কেবলমাত্র যীশুর মধ্য দিয়েই এই পরিত্রাণ লাভ করা যায় (রোমীয় ১০:৯-১০ পদ)। আমাদের বিশ্বাস সম্বন্ধে অন্যদের সাথে কথা বলার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে (১পিতর ৩:১৫ পদ) এবং এটি করতে হবে সম্পূর্ণ নম্রতায় এবং শ্রদ্ধার সাথে। ব্যক্তিগতভাবে অন্যদের কাছে সুসমাচার বলার জন্য আর কোন বিকল্প উপায় নেইঃ “ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রীষ্টের বিষয় প্রচারের মধ্য দিয়েই সেই বাক্য শুনতে পাওয়া যায়” (রোমীয় ১০:১৭ পদ)।

প্রার্থনা এবং বিশ্বাস সম্বন্ধে প্রচার করার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সামনে ঐশ্বরিক খ্রীষ্টিয় জীবন যাপন করতে হবে যেন ঈশ্বর আমাদের মধ্যে যে পরিবর্তন সাধন করেছেন তা তারা দেখতে পায় (১পিতর ৩:১-২ পদ)। আমরা যাদের ভালবাসি তাদের পরিত্রাণের বিষয়টি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। এটি আমাদের কোন চেষ্টা বা কাজের ফল নয়, কিন্তু ঈশ্বরের শক্তি এবং তাঁর অনুগ্রহেই লোকেরা উদ্ধার বা পরিত্রাণ পেয়ে থাকে। সবচেয়ে উত্তম বিষয় হলো- আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি, তাদের কাছে যীশুর বিষয়ে সাক্ষী হতে পারি এবং তাদের সামনে খ্রীষ্টিয় জীবন যাপন করতে পারি, কিন্তু একমাত্র ঈশ্বরই বৃদ্ধি দান করে থাকেন (১করিন্থীয় ৩:৬ পদ)।

English



বাংলা হোম পেজে ফিরে যান

আমি কিভাবে আমার বন্ধু এবং তাদের পরিবারের সবাইকে অসন্তুষ্ট না করে এবং দূরে সরিয়ে না রেখে তাদের কাছে সুসমাচার প্রচার করতে পারি?
© Copyright Got Questions Ministries