প্রশ্ন
কেন এত বেশি খ্রীষ্টান নেতারা সুসমাচার সংক্রান্ত কেলেঙ্কারিতে ধরা পড়ে?
উত্তর
প্রথমত, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে “এত অনেকগুলি” একটি সঠক চরিত্রায়ন নয় I এটি মনে হতে পারে যে অনেক খ্রীষ্টান কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, তবে এর কারণ বিশাল পরিমান মনোযোগ এই জাতীয় কেলেঙ্কারিগুলিতে দেওয়া হয় I এমন হাজার হাজার সুসমাচার সংক্রান্ত খ্রীষ্টান নেতা, পাস্টর, অধ্যাপক, মিশনারী, লেখক, এবং সুসমাচার প্রচারক আছেন যারা “কলঙ্কজনক” কিছুতে কখনও অংশগ্রহণ করেন নি I সুসমাচার প্রচারের সিংহভাগ হলেন পুরুষ ও মহিলা যারা ঈশ্বরকে ভালবাসে, তাদের জীবন সাথী ও পরিবারগুলির প্রতি বিশ্বস্ত, এবং অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাদের কার্যগুলি পরিচালনা করেন I কয়েকটির ব্যর্থতা সকলের চরিত্রকে আক্রমণ করতে ব্যবহার করা উচিত নয় I
এই কথাটি বলার সাথে, যারা সুসমাচার প্রচার সংক্রান্ত খ্রীষ্টান হওয়ার দাবি করে এখনও তাদের মধ্যে কেলেঙ্কারির সমস্যা মাঝে মধ্যে ঘটে I বিশিষ্ট খ্রীষ্টান নেতাদের ব্যভিচার করা বা বেশ্যাবৃত্তিতে অংশ নেওয়ার জন্য প্রকট করা হয়েছে I কিছু সুসমাচার প্রচারক খ্রীষ্টানকে জালিয়াতি এবং অন্যান্য আর্থিক অবৈধতার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে I কেন এটি ঘটে? কমপক্ষে তিনটি প্রাথমিক ব্যাখ্যা রয়েছে: 1) সুসমাচার প্রচারক খ্রীষ্টান দাবিকারীদের মধ্যে কিছু অবিশ্বাসী হাতুড়ে হয় I 2) কিছু সুসমার প্রচারক খ্রীষ্টান নেতারা তাদের অবস্থানকে গর্বের কারণ হতে দেয়, এবং 3) শয়তান এবং তার মন্দদূতরা আরও উগ্রভাবে খ্রীষ্টান নেতাদের উপরে আক্রমণ এবং প্রলুব্ধ করে কারণ তারা জানে যে একজন নেতার সাথে জড়িত কেলেঙ্কারি খ্রীষ্টান এবং অ-খ্রীষ্টান উভয়ের জন্য বিদ্ধংসী পরিণাম হতে পারে I
1) কতিপয় “সুসমাচার প্রচারক খ্রীষ্টান” যারা কেলেঙ্কারিতে ধরা পড়েছে তারা উদ্ধারহীন হাতুড়ে এবং মিথ্যা ভাববাদী I যীশু সতর্ক করেছিলেন “মিথ্যা ভাববাদীদের জন্য সাবধান I তারা ভেড়ার পোশাক পরে তোমাদের কাছে আসে, তবে অভ্যন্তরীণভাবে তারা হিংস্র নেকড়ে ... অতএব তাদের ফলের দ্বারা তোমরা তাদের চিনবে” (মথি 7:15-20) I মিথ্যা ভাববাদীরা ধার্মিক পুরুষ ও মহিলা হওয়ার ভান করে এবং শক্ত সুসমাচার প্রচারক নেতা হিসাবে উপস্থিত হয় I যাইহোক, তাদের “ফল” (কেলেঙ্কারি) পরিশেষে তারা যা দাবি করে তার বিপরীত হওয়া প্রকাশ করে I এতে, তারা শয়তানের উদাহরণ অনুসরণ করে, “আর আশ্চর্যের কিছু নেই, কারণ শয়তান নিজে আলোর একজন দেবদূত হয়ে ছদ্মবেশ ধারণ করে I তাই, অবাক হওয়ার কিছু নেই তার দাসেরা ধার্মিকতার দাস হয়ে ছদ্মবেশ ধারণ করে I তাদের কর্মের প্রাপ্য অনুসারে তাদের পরিনতি হবে” (2 করিন্থীয়া 11:14-15) I
2) বাইবেল এটিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে “অহংকার ধ্বংসের আগে আগে চলে, এক পতনের পূর্বে এক অহংকারী আত্মা I” (হিতোপদেশ 16:18) I যাকোব 4:6 আমাদের মনে করিয়ে দেয় যে “ঈশ্বর গর্বিতদের বিরোধিতা করেন কিন্তু নম্রদের অনুগ্রহ দেন I” বাইবেল অহংকারের বিরুদ্ধে বার বার সতর্ক করেছে I অনেক খ্রীষ্টান নেতারা ঈশ্বরের প্রতি নম্রতা এবং নির্ভরতার মনোভাবের সাথে একটি সেবাকার্য শুরু করেন কিন্তু যখন এই সেবাকার্য বৃদ্ধি পায় এবং সমৃদ্ধ হয়, তখন তারা নিজেরাই এই গৌরবের কিছুটা নিতে প্রলুব্ধ হয় I কিছু সুসমাচার প্রচারক নেতারা ঈশ্বরের কাছে কেবল মুখের কথায় সেবা দেয়, আসলে তারা তাদের নিজস্ব শক্তি এবং প্রজ্ঞার দ্বারা সেবাকার্যকে পরিচালনা ও গড়ে তোলার চেষ্টা করে I এই ঘরণের অহংকার পতনের দিকে নিয়ে যায় I ভাববাদী হোশেয়ার মাধ্যমে ঈশ্বর, সতর্ক করলেন, “যখন আমি তাদের খাওয়ালাম, তারা তৃপ্ত হ’ল; যখন তারা তৃপ্ত হ’ল, তারা গর্বিত হ’ল, তখন তারা আমাকে ভুলে গেল” (হোশেয়া 13:6) I
3) শয়তান জানে যে কোনও সুসমাচার প্রচারক খ্রীষ্টান নেতার সাথে একটি কেলেঙ্কারি প্ররোচিত করার মাধ্যমে, সে শক্তিশালী প্রভাব ফেলতে পারে I বেথশেবার সাথে ব্যভিচার এবং উরিয়াকে হত্যার ব্যবস্থা করে যেমন দায়ূদের পরিবার এবং সমগ্র ইস্রায়েল জাতির ক্ষতি হয়েছিল, ঠিক তেমনি অনেক মন্ডলী বা সেবাকার্য এর নেতৃত্বের নৈতিক অধ:পতনে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে I একজন নেতার পতন দেখে অনেক খ্রীষ্টান তাদের বিশ্বাসকে দুর্বল করে ফেলেছিল I অ-খ্রীষ্টানরা খ্রীষ্ট ধর্মকে প্রত্যাখ্যান করার কারণ হিসাবে “খ্রীষ্টান” নেতাদের ব্যর্থতাকে ব্যবহার করে I শয়তান এবং এর মন্দদূতরা এটি জানে, এবং তাই নেতৃত্বের ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তাদের আক্রমণ আরও শাণিত করে I বাইবেল আমাদের সতর্ক করে, “স্ব-নিয়ন্ত্রিত এবং সজাগ থাক I তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের ন্যায় ঘুরে বেড়াচ্ছে যাতে কাউকে গ্রাস করতে পারে” (1 পিতর 5:8) I
যখন কোনো সুসমাচার প্রচারক খ্রীষ্টান নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয় বা কোনো কেলেঙ্কারিতে ধরে পড়ে তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া জনাব? 1) ভিত্তিহীন এবং অমুলক অভিযোগ শুনবেন না বা স্বীকার করবেন না (হিতোপদেশ 18:8; 17; I তীমথিয় 5:19) I 2) যারা পাপ করে তাদের তিরস্কার করার জন্য যথাযথ বাইবেলের ব্যবস্তা গ্রহণ করুন (মথি 18:15-17; 1 তীমথিয় 5:20) I পাপটি যদি প্রমাণিত এবং গুরুতর হয়, তবে সেবাকার্য়ের নেতৃত্ব থেকে স্থায়ী অপসারণ কার্যকর করা উচিত (1 তীমথিয় 3:1-13) I 3) যারা পাপ করে তাদের ক্ষমা কর (ইফিষীয় 4:32; কলসীয় 3:13), এবং অনুতাপ যখন প্রমাণিত হয়, তাদেরকে সভাগিতায় পুনস্থাপন কর (গালাতীয় 6:1; 1 পিতর 4:8) তবে নেতৃত্বে নয় I 4) আমাদের নেতাদের জন্য প্রার্থনায় বিশ্বস্ত হও I তারা যে সমস্যাগুলোর মোকাবেলা করছে, যে প্রলোভনগুলি তারা ভোগ করছে, যে চাপ তারা সহ্য করছে, তা জেনে আমাদের নেতাদের জন্য ঈশ্বরের কাছে তাদের শক্তিশালীকরণ, সুরক্ষা এবং উৎসাহ দিতে প্রার্থনা করা উচিত I 5) অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, একমাত্র ঈশ্বর এবং ঈশ্বরের প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখার একটি অনুস্মারক হিসাবে কোনও সুসমাচার প্রচারক খ্রীষ্টান নেতার ব্যর্থতাকে গ্রহণ করুন I ঈশ্বর কখনও ব্যর্থ হন না. কখনও পাপ করেন না এবং কখনও মিথ্যা বলেন না I “পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু সর্বশক্তিমান; সমগ্র পৃথিবী তাঁর গৌরব দ্বারা পরিপূর্ণ” (যিশাইয় 6:3) I
English
কেন এত বেশি খ্রীষ্টান নেতারা সুসমাচার সংক্রান্ত কেলেঙ্কারিতে ধরা পড়ে?