settings icon
share icon
প্রশ্ন

যে বা যারা ভ্রান্ত ধর্মের মধ্যে রয়েছে তাদের কাছে সুসমাচার প্রচার করার সর্বোত্তম উপায় কী?

উত্তর


যারা ভ্রান্ত ধর্মমত বা মিথ্যা ধর্মের সাথে জড়িত রয়েছে তাদের জন্য আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি করতে পারি সেটি হলো তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। আমাদের প্রার্থনা করা প্রয়োজন যেন ঈশ্বর তাদের হৃদয় পরিবর্তন করেন এবং সত্যের প্রতি তাদের চোখ খুলে দেন (২করিন্থীয় ৪:৪ পদ)। আমাদের প্রার্থনা করা উচিত যেন যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে তাদের যে পরিত্রাণ বা উদ্ধার পাওয়া দরকার সে বিষয়টি ঈশ্বর তাদের প্রমাণ ও যুক্তি দিয়ে তাদের মধ্যে বিশ্বাস জন্মাতে পারেন (যোহন ৩:১৬ পদ)। ঈশ্বরের শক্তি ও পবিত্র আত্মায় বিশ্বাস করা ছাড়া আমরা কখনই অন্য কাউকে সত্যে বিশ্বাস জন্মানোর ক্ষেত্রে সফল হতে পারব না (যোহন ১৬:৭-১১)।

আমাদের আরও প্রয়োজন ঈশ্বরভক্ত খ্রীষ্টিয়ান হিসাবে জীবন যাপন করা। ইতোমধ্যে যারা ভ্রান্ত ধর্মমত ও মিথ্যা ধর্মগুলোর ফাঁদে পড়েছে তারা যেন আমাদের নিজেদের জীবনে ঈশ্বর কর্তৃক সাধিত পরিবর্তনগুলো দেখতে পায় (১পিতর ৩:১-২ পদ)। আমরা কিভাবে একটি শক্তিশালী উপায়ে তাদের পরিচযা করতে পারি সে বিষয়ে জ্ঞানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রয়োজন (যাকোব ১:৫ পদ)। এই সব বিষয়ের পরে আমাদের অবশ্যই আমাদের মূল বা প্রধান যে কাজ অর্থাৎ সুসমাচার অন্যের কাছে প্রচার করা সে বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের অবশ্যই অত্যন্ত দৃঢ়তার সাথে প্রচার করতে হবে ও দাবী করতে হবে যে, পরিত্রাণ বা উদ্ধার কেবলমাত্র যীশু খ্রীষ্টের মধ্য দিয়েই পাওয়া যায় (রোমীয় ১০:৯-১০ পদ)। আমরা যেন আমাদের বিশ্বাসে স্থির থাকতে পারি ও তা রক্ষা করে চলতে পারি সেইজন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে (১পিতর ৩:১৫ পদ), কিন্তু প্রিয় ভাইবোন, এর সবগুলোই আমাদের করতে হবে অত্যন্ত ভদ্রতা ও সম্মানের বা শ্রদ্ধার সাথে। আমরা আমদের মতবাদ সঠিকভাবে প্রচার করতে পারি, কথা বা তর্কনির্ভর বিষয়ে জয়লাভ করতে পারি এবং প্রচন্ড ক্রোধজনিত আচরণগুলোকে বাধাগ্রস্থ করতে তুলতে পারি।

সবশেষে, আমরা যাদের কাছে ঈশ্বরের সাক্ষীস্বরূপ হয়েছি তাদের পরিত্রাণের ভার ঈশ্বরের উপরই ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে ঈশ্বরের শক্তি বা ক্ষমতা ও অনুগ্রহমূলক একটি বিষয় যা লোকদের উদ্ধার বা রক্ষা করে, এটি আমাদের কোন কাজের ফল বা আমাদের কোন প্রচেষ্টার ফল নয়। যখন একটি প্রাণশক্তি সম্পন্ন প্রতিরক্ষা দিতে প্রস্তুত হওয়া এবং মিথ্যা বিশ্বাস সম্পর্কে জ্ঞান থাকা উত্তম ও জ্ঞানের বিষয় তখন এগুলোর কোনটিই যারা মিথ্যা, ভ্রান্ত ধর্মমত এবং মিথ্যা বা ভুল ধর্মগুলোর মধ্যে বসবাস করছে তাদের ধর্মান্তকরণের মধ্যে তেমন কোন ফল বয়ে আনবে না। সবচেয়ে উত্তম বিষয়টি হলো আমরা তাদের জন্য কেবলমাত্র প্রার্থনা করতে পারি, তাদের কাছে ঈশ্বরের সাক্ষীস্বরূপ হতে পারে এবং তাদের সামনে খ্রীষ্টিয় জীবন যাপন করতে পারি ও বিশ্বাস করতে পারি যে, তাদের অন্ধকারময় অবস্থা থেকে উঠানো, তাদের মধ্যে বিশ্বাস জন্মানো এবং তাদের ধর্মান্তকরণের মত কাজগুলো কেবলমাত্র পবিত্র আত্মাই করে থাকেন।

English



বাংলা হোম পেজে ফিরে যান

যে বা যারা ভ্রান্ত ধর্মের মধ্যে রয়েছে তাদের কাছে সুসমাচার প্রচার করার সর্বোত্তম উপায় কী?
© Copyright Got Questions Ministries