প্রশ্ন
শ্মশান সম্পর্কে বাইবেল কি বলে? খ্রীষ্টানদের কি শবদাহ হওয়া উচিত?
উত্তর
বাইবেল শ্মশানের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট শিক্ষা দেয় না I পুরনো নিয়মে লোকেদের পুড়িয়ে মেরে দেওয়ার (1 রাজাবলী 16:18; 2 রাজাবলী 21:6) এবং মানুষের হাড় পোড়ানোর ঘটনা রয়েছে (2 রাজাবলী 23:16-20), তবে এগুলি শ্মশানের উদাহরণ নয় I এটি আকর্ষনীয় যে 2 রাজাবলী 23:16-20 এ, একটি বেদিতে মানুষের হাড় জ্বালিয়ে বেদিকে অপবিত্র করেছিল I একই সময়ে পুরনো নিয়মের ব্যবস্থায় কোথাও এই আদেশ নেই যে মৃত মানুষের দেহ পুড়িয়ে দেওয়া হবে না, বা এটি করোও প্রতি অভিশাপ বা বিচার সংযুক্ত করে না যাকে দাহ করা হয়েছে I
শবদাহ বাইবেলের সময়ে অনুশীলন করা হয়েছিল, তবে এটি সাধারণত ইসরায়েলীয়দের বা নতুন নিয়মের বিশ্বাসীদের দ্বারা অনুশীলন করা হয় নি I বাইবেলের সময়ের সংস্কৃতিতে, একটি সমাধি, গুহায় বা মাটির মধ্যে সমাধিস্থ করা, মানব দেহ নিষ্পত্তি করার সাধারণ উপায় ছিল (আদিপুস্তক 23:19, 35:9; 2 বংশাবলী 16:14; মথি 27:60-66) I যখন সমাধি সাধারণ অনুশীলন ছিল, তখন বাইবেল কোথাও একটি মৃতদেহ নিষ্পত্তি করার একমাত্র অনুমোদিত পদ্ধতি হিসাবে কবর দেওয়ার আদেশ দেয় না I
শবদাহ কি এমন কিছু যাকে খ্রীষ্টান বিবেচনা করতে পারে? পুনরায়, শবদাহের বিরুদ্ধে স্পষ্ট কোনো শাস্ত্রীয় আদেশ নেই, কতিপয় বিশ্বাসীরা এই ভিত্তিতে শ্মশানের অনুশীলনের বিরুদ্ধে আপত্তি জানায় যে এটি স্বীকৃতি দেয় না যে একদিন ঈশ্বর আমাদের দেহকে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে আমাদের প্রাণ/আত্মার সাথে পুনরায় পুনর্মিলিত করবেন (1 করিন্থীয়া 15:35-58; 1 থিষলনীকী 4:16) I যাইহোক, সত্য যে একটি দেহকে দাহ করা হয়েছে সেই দেহটিকে পুনরুত্থিত করা আর কোনো অসুবিধা করে না I হাজার হাজার বছর আগে মারা যাওয়া খ্রীষ্টানদের দেহ এখন পুরোপুরি ধুলিকণায় পরিণত হয়েছে I এটি কোনভাবেই ঈশ্বরকে তাদের দেহ পুনরুত্থিত করতে সক্ষম হতে বাধা দেবে না I তিনি তাদের প্রথম স্থানে সৃষ্টি করেছেন I তাদের পুনরায় সৃষ্টি করতে তাঁর কোনো অসুবিধা হবে না I শবদাহ কোনো দেহকে ধুলিকণায় পরিণত করার প্রক্রিয়াটিকে “তরান্বিত” করা ছাড়া আর কিছুই করে না I ঈশ্বর এক ব্যক্তির দেহাবশেষকে সমানভাবে উত্থান করতে সক্ষম যাকে দাহ করা হয়েছে যেহেতু তিনি এমন ব্যক্তির অবশেষ যাকে কবর দেওয়া হয় নি I সমাধি বা শবদাহ খ্রীষ্টান স্বাধীনতার ক্ষেত্রের মধ্যে পড়ে I এই সমস্যাটি বিবেচনা করা কোনও ব্যক্তি বা পরিবারের জ্ঞানের জন্য প্রার্থনা করা উচিত (যাকোব 1:5) এবং ফলাফলের দৃঢ় প্রত্যয়টিকে অনুসরণ করা উচিত I
English
শ্মশান সম্পর্কে বাইবেল কি বলে? খ্রীষ্টানদের কি শবদাহ হওয়া উচিত?