settings icon
share icon
প্রশ্ন

আমি কিভাবে একজন খ্রীষ্টিয়ান হতে পারি?

উত্তর


খ্রীষ্টিয়ান হওয়ার অন্যতম প্রথম পদক্ষেপ হলো "খ্রীষ্টিয়ান" বলতে কী বুঝায় সেই ব্যাপারটি বুঝে ওঠা। খ্রীষ্টিয় প্রথম শতাব্দীতে "খ্রীষ্টিয়ান" শব্দটি প্রথম আন্তিয়খিয়া নামক শহরে ব্যবহৃত হয়েছিল (প্রেরিত ১১:২৬ পদ লক্ষ্য করুন)। সম্ভবত বিষয়টি এমন যে, প্রথমে "খ্রীষ্টিয়ান" শব্দটির সঙ্গে ঘৃণা জড়িত ছিল। অত্যাবশ্যকভাবে এটির অর্থ হচ্ছে "ছোট খ্রীষ্ট"। যাহোক, শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রীষ্টবিশ্বাসীরা "খ্রীষ্টিয়ান" এই শব্দটি নিজেরা ধারণ করতেন এবং তারা যে যীশু খ্রীষ্টের অনুসারী সেই পরিচয় দিতে তারা এটি ব্যবহার করতেন। একজন খ্রীষ্টিয়ানের অতি সহজ এবং সরল সংজ্ঞা হলো যিনি যীশু খ্রীষ্টকে অনুসরণ করেন।

আমার কেন খ্রীষ্টিয়ান হওয়া উচিত?
যীশু খ্রীষ্ট এই কথা ঘোষণা করেছিলেন যে, "বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন" (মার্ক ১০:৪৫ পদ)। এরপর যে প্রশ্নের উদয় হয়ে থাকে তা হলো – কেন আমাদের মূল্য দিতে হয়েছিল? মূল্য দেওয়ার ধারণাটি হচ্ছে কোন কিছু পরিশোধ করা যা কোন ব্যক্তির মুক্তি বা উদ্ধারের জন্য পরিশোধ করতে হয়। যখন কাউকে অপহরণ করা হয় এবং তার মুক্তির জন্য যতক্ষণ মূল্য পরিশোধ করা না হয় ততক্ষণ তাকে কোন কারাগারে বন্দি করে রাখা হয় তখন এই মূল্য পরিশোধের বিষয়টি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়ে থাকে।

কোন শর্ত বা বন্ধন থেকে মুক্ত করার জন্য যীশু আমাদের পক্ষে মূল্য পরিশোধ করেছেন! এটি হচ্ছে পাপের বন্ধন এবং তার ফলসমূহ যার সাথে মৃত্যু জড়িত যেটি ঈশ্বর থেকে আমাদের চিরতরে পৃথক ফেলে। আমাদের পক্ষে মূল্য পরিশোধ করতে যীশুর কেন দরকার পড়েছিল? কারণ আমরা সকলেই পাপ করেছি বা পাপের দ্বারা আক্রান্ত হয়েছি (রোমীয় ৩:২৩ পদ), আর সেই কারণেই আমরা ঈশ্বরের বিচার বা শাস্তির যোগ্য ছিলাম (রোমীয় ৬:২৩ পদ)। যীশু কিভাবে আমাদের জন্য মূল্য পরিশোধ করলেন? আমাদের পাপের শাস্তিস্বরূপ তিনি ক্রশে মরে আমাদের জন্য মূল্য পরিশোধ করলেন (১করিন্থীয় ১৫:৩; ২করিন্থীয় ৫:২১ পদ)। যীশুর মৃত্যু কিভাবে আমাদের সমস্ত পাপের মূল্য যথাযথভাবে পরিশোধ করতে পেরেছিল? মানবদেহে বা মানব অবয়বে যীশু নিজেই ছিলেন ঈশ্বর, আমাদের মত একজন হওয়ার জন্য ঈশ্বর নিজেই পৃথিবীতে আসলেন যেন তিনি আমাদের মত একজন হতে পারেন এবং আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে পারেন (যোহন ১:১ ও ১৪ পদ)। ঈশ্বর হিসাবে যীশুর মৃত্যুর মূল্য ছিল অপরিসীম এবং সমগ্র পৃথিবীর পাপের মূল্য পরিশোধে যা ছিল যথেষ্ট (১যোহন ২:২ পদ)। যীশুর মৃত্যুর পর তাঁর পুনরুত্থান এই কথাই ঘোষণা করে যে, তাঁর মৃত্যু ছিল উপযুক্ত উৎসর্গ বা ত্যাগস্বীকার যার মধ্য দিয়ে তিনি সত্যিকারভাবে পাপ এবং মৃত্যুর উপর বিজয়ী হয়েছেন।

আমি কিভাবে একজন খ্রীষ্টিয়ান হতে পারি?
এটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে উত্তম অংশ। কারণ আমাদের প্রতি ঈশ্বরের অপার দয়া ও ভালবাসার কারণে খ্রীষ্টিয়ান হওয়ার বিষয়টি তিনি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আমরা সকলেই যেন যীশুকে আমাদের ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসাবে গ্রহণ করতে পারি সেইজন্য তাঁর মৃত্যু ছিল আমাদের সমস্ত পাপের জন্য একটি উপযুক্ত বলি বা উৎসর্গ (যোহন ৩:১৬ পদ) যেন আমরা আমাদের একমাত্র উদ্ধারকর্তারূপে তাঁর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখি (যোহন ১৪:৬; প্রেরিত ৪:১২ পদ)। খ্রীষ্টিয়ান হওয়ার অর্থ আপনার আচার-অনুষ্ঠান বা কৃষ্টি নয়, উপাসনা বা গীর্জায় যাওয়ার বিষয় নয় অথবা নির্দিষ্ট কোন কাজ করার বিষয়ও নয়। খ্রীষ্টিয়ান হওয়ার পরিপূর্ণ অর্থ হলো যীশু খ্রীষ্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা। বিশ্বাসের মধ্য দিয়ে যীশু খ্রীষ্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা যা কাউকে খ্রীষ্টিয়ান হিসাবে তৈরী করে তোলে।

আপনি কী খ্রীষ্টিয়ান হওয়ার জন্য প্রস্তুত?
আপনি যদি যীশু খ্রীষ্টকে আপনার মুক্তিদাতারূপে গ্রহণ করার মধ্য দিয়ে একজন খ্রীষ্টিয়ান হতে প্রস্তুত থাকেন তাহলে এর সবগুলোই আপনাকে বিশ্বাসের মধ্য দিয়ে করতে হবে। আপনি কী বুঝতে পারেন এবং বিশ্বাস করেন যে, আপনি পাপ করেছেন এবং এর জন্য আপনি ঈশ্বরের কাছ থেকে শাস্তি পাওয়ার যোগ্য? আপনি কী বুঝতে পারেন এবং বিশ্বাস করেন যে, যীশু আপনার সমস্ত শাস্তি নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং আপনার পরিবর্তে মৃত্যুবরণ করেছেন? আপনি কী বুঝতে পারেন এবং বিশ্বাস করেন যে, আপনার পাপের মূল্য পরিশোধের জন্য তাঁর মুত্যুই যথেষ্ট আত্মত্যাগ বা উৎসর্গ ছিল? এই তিনটি প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ-সূচক হয় তাহলে সরলভাবে যীশুকে আপনার মুক্তিদাতারূপে আপনি সম্পূর্ণরূপে তাঁকে বিশ্বাস করুন। বিশ্বাসে তাঁকে গ্রহণ করুন এবং কেবলমাত্র তাঁর উপরই আস্থা রাখুন। প্রিয় বন্ধু, খ্রীষ্টিয়ান হওয়ার জন্য এতটুকুই আপনার জন্য যথেষ্ট!

এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন? যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’ লেখা নীচের বোতামে টিক চিহ্ন দিন।

English


বাংলা হোম পেজে ফিরে যান

আমি কিভাবে একজন খ্রীষ্টিয়ান হতে পারি?
© Copyright Got Questions Ministries