settings icon
share icon
প্রশ্ন

সিয়োন কি? সিয়োন পর্বত কি? সিয়োনের বাইবেল সম্মত অর্থ কি?

উত্তর


গীতসংহিতা 87:2-3 বলে, “সদাপ্রভু যাকোবের সমুদয় আবাস অপেক্ষা সিয়োনের পুরদ্বার সকল ভালবাসেন I হে ঈশ্বরের নগর, তোমার সম্বন্ধে গৌরবের কথা কথিত হয় I” বাইবেলের মধ্যে 150 বারের উপরে ব্যবহৃত শব্দ “সিয়োন” এর মূল অর্থ হল “দুর্গ I” বাইবেলের মধ্যে সিয়োন হ’ল দায়ূদের নগর এবং ঈশ্বরের নগর উভয়ই I বাইবেলের অগ্রগতির সাথে সাথে, “সিয়োন” শব্দটি প্রাথমিকভাবে পার্থিব নগরের উল্লেখ অপেক্ষা এক অধিক আত্মিক অর্থে উত্তরণ হয় I

বাইবেলের মধ্যে “সিয়োন” শব্দটির প্রথম উল্লেখটি 2 শমুয়েল 5:7 এর মধ্যে হয়: “কিন্তু দায়ূদ সিয়োনের দুর্গ, দায়ূদ নগর হস্তগত করলেন I” সিয়োন, অতএব, মূলত যিরূশালেমের নগরের মধ্যে প্রাচীন যেবুসাইট দুর্গের নাম ছিল I সিয়োন কেবল দুর্গের জন্য দাঁড়াতে এলো না বরং নগরটির জন্যও যার মধ্যে দুর্গটি দাঁড়িয়েছিল I “সিয়োনের দুর্গটিকে” দায়ূদ দখল করার পরে, সিয়োনকে তখন “দায়ূদের নগর” বলে ডাকা হ’ল (1 রাজাবলী 8:1: 1 বংশাবলী 11:5; 2 বংশাবলী 5:2) I

সলোমন যখন যিরূশালেমের মধ্যে মন্দির নির্মাণ করলেন, তখন মন্দির এবং তার চারপাশের অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অর্থে সিয়োনটি প্রসারিত হয়েছিল (গীতসংহিতা 2:6, 48:2, 11-12, 132:13) I সিয়োন শেষ পর্যন্ত য়িরুশালেম নগর, যিহূদার দেশ, এবং পুরো ইস্রায়েলের লোকেদের নাম হিসাবে ব্যবহৃত হয়েছিল (যিশাইয় 40:9; যিরমিয় 31:12; সখরিয় 9:13) I

“সিয়োন” শব্দটির সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবহারটি ধর্মতাত্ত্বিক অর্থে I সিয়োন ঈশ্বরের লোক হিসাবে ইস্রায়েলের রূপকভাবে ব্যবহৃত হয় (যিশাইয় 60:14) I সিয়োনের আত্মিক অর্থটি নতুন নিয়মে অব্যাহত থাকে, যেখানে এটিকে ঈশ্বরের রাজ্য, যিরূশালেমের স্বর্গের খ্রীষ্টান অর্থ দেওয়া হয় (ইব্রীয় 12:22; প্রকাশিত বাক্য 14:1) I পিতর সিয়োনকে খ্রীষ্টের কোণের প্রস্তর রূপে উল্লেখ করেন: “দেখ, আমি সিয়োনে একটি প্রস্তর স্থাপন করেছি, এক মনোনীত এবং মূল্যবান কোণের প্রস্তর, এবং একজন যে তাঁর উপর বিশ্বাস করেন সে কখনও লজ্জিত হবে না” (1 পিতর 2:6) I

Englishবাংলা হোম পেজে ফিরে যান

সিয়োন কি? সিয়োন পর্বত কি? সিয়োনের বাইবেল সম্মত অর্থ কি?
© Copyright Got Questions Ministries