settings icon
share icon
প্রশ্ন

যিহূদি ধর্ম কি এবং যিহূদিরা কি বিশ্বাস করে?

উত্তর


যিহূদি ধর্ম কি, এবং একজন যিহূদি কে এবং কি? যিহূদি ধর্ম কি শুধুই একটি ধর্ম? এটি কি একটি সংস্কৃতিক পরিচয় বা কেবলমাত্র একটি জাতিগত গোষ্ঠী? যিহূদিরা কি লোকেদের একটি বংশ নাকি কোনো জাতি? যিহূদিরা কিসে বিশ্বাস করে এবং তারা সকলে কি একই জিনিস বিশ্বাস করে?

একটি “যিহূদির” অভিধানের সজ্ঞাগুলির মধ্যে রয়েছে “যিহূদার গোত্রের সদস্য,” “একজন ইস্রায়েলীয়,” “খ্রীষ্টপূর্বাব্দ ষষ্ঠ শতাব্দী থেকে নিয়ে খ্রীষ্টাব্দ প্রথম শতাব্দী অবধি ফিলিস্তীনে বিদ্যমান একটি জাতির সদস্য,” “প্রাচীন যিহূদি লোকেদের বংশোদ্ভূত বা ধর্মান্তরের মাধ্যমে ধারাবাহিকতার সাথে যুক্ত ব্যক্তি,” এবং “একজন যার ধর্ম যিহূদি ধর্ম I”

রাব্বি সংক্রান্ত যিহূদি ধর্ম অনুসারে, একজন যিহূদি এমন একজন যার যিহূদি মাতা বা যিনি আনুষ্ঠানিকভাবে যিহূদি ধর্ম গ্রহণ করেছেন I লেবীয় পুস্তক 24:10 প্রায়শই এই বিশ্বাসের বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য উদ্ধৃত হয়, যদিও তাওরাত এই ঐতিহ্যের সমর্থনে কোনো নির্দিষ্ট দাবি করে না I কিছু রাব্বি বলে যে ব্যক্তি আসলে কি বিশ্বাস করে তার সাথে এর কোনো যোগসূত্র নেই I এই রাব্বিরা আমাদের বলে যে যিহূদি হিসাবে বিবেচিত হওয়ার জন্য যিহূদিদের ব্যবস্থা ও রীতিনীতিগুলির অনুসরণকারী হওয়ার দরকার নেই I প্রকৃতপক্ষে, একজন যিহূদির ঈশ্বরের প্রতি মোটেই বিশ্বাস নাও থাকতে পারে এবং তবুও উপরোক্ত রাব্বি সংক্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে যিহূদি হতে পারে I

অন্যন্য রাব্বিগণ এটিকে পরিষ্কার করে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি তাওরাতের বিধি অনুসরণ না করে এবং মাইমোনাইডের (রাব্বি মশি বেন মাইমন, অন্যতম মধ্যযুগীয় যিহূদি পণ্ডিতগণ) “বিশ্বাসের 13 টি নীতিকে” গ্রহণ না করে, তিনি যিহূদি হতে পারবেন না I যদিও এই ব্যক্তি “জৈবিক” যিহূদি হতে পারে তবে যিহূদি ধর্মের সাথে তার কোনো সত্যিকারের যোগসূত্র নেই I

বাইবেলের প্রথম পাঁচটি বই – তাওরাতে – আদিপুস্তক 14:13 শিক্ষা দেয় যে, আব্রাম, সাধারণতঃ প্রথম যিহূদি হিসাবে স্বীকৃত, এক “হিব্রু” হিসাবে বর্ণিত হয়েছিল I “যিহূদি” নামটি যিহূদার নাম থেকে এসেছে, যা যাকোবের 12 পুত্রের একজন, এবং ইসরায়েলের 12 গোত্রের একটি I স্পষ্টতই “যিহূদি” নামটি মূলত কেবল তাদের ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছিল যারা যিহূদার গোত্রের সদস্য ছিল, কিন্তু সলোমনের রাজত্বের পরে এই রাজত্বটি বিভক্ত হয়েছিল (1 রাজাবলী 12), এই শব্দটি যিহূদার রাজ্যের যে কাউকে বোঝায় যাতে অন্তর্ভুক্ত ছিল যিহূদা, বিন্যামীন, এবং লেবীয় গোত্রগুলি I আজ অনেকে বিশ্বাস করেন যে যিহূদি এমন যে কোনও ব্যক্তি যিনি আব্রাহাম, ইসহাক এবং যাকোবের শারীরিক বংশধর, তিনি 12 উপজাতির যে কোনো উৎস থেকেই আসুন না কেন I

সুতরাং, যিহূদিরা কি বিশ্বাস করে এবং যিহূদি ধর্মের মূল উপদেশগুলি কি? বিশ্বে আজ যিহূদি ধর্মের পাঁচটি প্রধান রূপ বা গোষ্ঠী রয়েছে I তারা হ’ল গোঁড়া, সংরক্ষণবাদী, সংস্কারক, পুনর্গঠনবাদী এবং মানবতাবাদী I প্রতিটি গোষ্ঠির বিশ্বাস এবং প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে পৃথক; তবে যিহূদি ধর্মের ঐতিহ্যগত বিশ্বাসের একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করবে I

ঈশ্বর হলেন সমস্ত কিছুর স্রষ্টা: তিনি একজন একচেটিয়া (কোনো দেহ ব্যতীত) এবং তাঁকেই একমাত্র মহাবিশ্বের নিরঙ্কুশ শাসক রূপে উপাসনা করতে হবে I

হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি বই মশির কাছে ঈশ্বর প্রকাশ করেছিলেন I ভবিষ্যতে এগুলিকে পরিবর্তন করা বা বাড়ানো হবে না I

ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে যিহূদি লোকেদের সঙ্গে যোগাযোগ করেছেন I

ঈশ্বর মানুষের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করেন; তিনি ব্যক্তিদের ভাল কাজের জন্য পুরষ্কার দেন, এবং মন্দকে শাস্তি দেন I

যদিও খ্রীষ্টানরা যিহূদিদের মতন একই হিব্রু শাস্ত্রের প্রতি তাদের বিশ্বাসের অনেকটা নির্ভর করে, তবুও বিশ্বাসের মধ্যে বড় পার্থক্য রয়েছে: যিহূদিরা সাধারণতঃ ক্রিয়া ও আচরণকে প্রাথমিক গুরুত্ব বলে মনে করে; বিশ্বাস কর্ম থেকে বেরিয়ে আসে I রক্ষণশীল খ্রীষ্টানদের সাথে এই দ্বন্দ যাদের জন্য বিশ্বাস হ’ল প্রাথমিক গুরুত্ত্বপূর্ণ এবং ক্রিয়া সেই বিশ্বাসের ফলস্বরূপ I

যিহূদি বিশ্বাস মূল পাপের খ্রীষ্টান ধারনাটিকে (বিশ্বাস যে সমস্ত মানুষ আদম ও হবার পাপকে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত করেছে যখন তারা এদোন উদ্যানে ঈশ্বরের নির্দেশকে অমান্য করেছিল) গ্রহণ করে না I

যিহূদি ধর্ম ঈশ্বরের সৃষ্টি হিসাবে বিশ্ব এবং এর লোকেদের অন্তর্নিহিত মঙ্গলভাবকে সুনিশ্চিত করে I

যিহূদি বিশ্বাসীরা মিতসভথ (ঐশ্বরিক আজ্ঞা সমূহ) পরিপূর্ণ করার দ্বারা তাদের জীবনকে পবিত্র করতে এবং ঈশ্বরের নিকটবর্তী হতে সক্ষম হয় I

কোনো উদ্ধারকর্তার প্রয়োজন নেই বা একজন মধ্যস্ততাকারী হিসাবে উপলব্ধ নেই I

লেবীয় এবং অন্যান্য বইগুলি 613টি আজ্ঞা সমূহ যিহূদি জীবনের সমস্ত দিকগুলিকে নিয়ন্ত্রণ করে I যাত্রাপুস্তক 20:1-17 এবং দ্বিতীয় বিবরণ 5:6-21 এর মধ্যে বর্ণিত দশ আজ্ঞাগুলি ব্যবস্থার একটি সংক্ষিপ্ত সারমর্ম গঠন করে I

মশীহ (ঈশ্বরের একজন অভিষিক্ত) ভবিষ্যতে এসে যিহূদিদের ইস্রায়েল দেশে আরও একবার জড়ো করবেন I সেই সময় মৃতদের একটি সাধারণ পুনরুত্থান হবে I 70 খ্রীষ্টাব্দে রোমীয়দের দ্বারা ধ্বংসিত মন্দির, পুনর্নির্মিত হবে I

যীশুর সম্পর্কে বিশ্বাসগুলি যথেষ্ট আলাদা I কেউ কেউ তাঁকে একজন মহান নৈতিক শিক্ষক হিসাবে দেখেন I অন্যরা তাঁকে একজন ভ্রান্ত ভাববাদী বা খ্রীষ্টান ধর্মের প্রতিমা হিসাবে দেখেন I যিহূদি ধর্মের কিছু সম্প্রদায় প্রতিমার নাম বলার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে এমনকি তাঁর নামটিও উচ্চারণ করে না I

যিহূদিদের প্রায়শই ঈশ্বরের মনোনীত মানুষ হিসাবে উল্লেখ করা হয় I এর অর্থ এই নয় যে তারা যে কোনো উপায়েই অন্য গোষ্ঠির চেয়ে উচ্চতর হিসাবে বিবেচিত হবে I বাইবেলের পদগুলি যেমন যাত্রাপুস্তক 19:5 কেবলমাত্র বলেছে যে ঈশ্বর তাওরাত পেতে এবং অধ্যয়ন করতে, কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করতে, বিশ্রামবারে বিশ্রাম নিতে এবং উৎসবগুলি উদযাপন করতে ইসরায়েলকে বেছে নিয়েছেন I যিহূদিদের অন্যের চেয়ে ভাল হিসাবে বেছে নেওয়া হয় নি; তাদেরকে কেবল অ-যিহূদিদের কাছে আলো হিসাবে এবং সমস্ত জাতির কাছে এক আশির্বাদ হতে নির্বাচিত করা হয়েছিল I

English



বাংলা হোম পেজে ফিরে যান

যিহূদি ধর্ম কি এবং যিহূদিরা কি বিশ্বাস করে?
© Copyright Got Questions Ministries