settings icon
share icon
প্রশ্ন

কেন যীশুকে এত বেশি দুঃখভোগের অভিজ্ঞতা লাভ করতে হল?

উত্তর


যীশু তাঁর বিচার, নির্যাতন, এবং ক্রুশবিদ্ধকরণ জুড়ে মারাত্মক দুঃখভোগ করেছিলেন (মথি 27; মার্ক 15; লুক 23; যোহন 19) I তাঁর দুঃখভোগ ছিল শারীরিক I যিশাইয় 52:14 ঘোষণা করে, “সেখানে অনেকেই তাকে দেখে হতবুদ্ধি হয়েছিল – মনুষ্য অপেক্ষা তার আকৃতি এত বিকৃত হ’ল এবং মানব সদৃশ্যতা অপেক্ষা তার রূপ ক্ষতিগ্রস্ত হ’ল I” তাঁর দুঃখভোগ আবেগপূর্ণ ছিল: “সমস্ত শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে গেল” (মথি 26:56) I তার দুঃখভোগ আধ্যাত্মিক ছিল: “যিনি পাপ জানেন নি ঈশ্বর তাঁকে আমাদের পক্ষে পাপস্বরূপ করলেন” (2 করিন্থীয়ান 5:21) I যীশু সমগ্র জগতের পাপের ভার তাঁর উপরে নিলেন (1 যোহন 2:2) I এটি পাপ ছিল যা যীশুকে চীৎকার করতে বাধ্য করলো, “আমার ঈশ্বর, আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ?” (মথি 27:46) I আমাদের পাপের দোষ সহ্য করতে এবং আমাদের শাস্তির মূল্য দিতে মারা যেতে যীশুর নির্মম শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পেয়েছিল (রোমীয় 5:8)

যিশাইয় যীশুর কষ্টভোগ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন: “তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের পরিত্যাজ্য, ব্যথার পাত্র, ও যাতনা পরিচিত হলেন I লোকে যার থেকে মুখ আচ্ছাদন করে, তার মতন তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁকে মান্য করি নি I তিনি আমাদের অধর্মের নিমিত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন; আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্ত্তিল, এবং তাঁর ক্ষত দ্বারা আমাদের সকলের আরোগ্য হ’ল I” (যিশাইয় 53: 3, 5) I এই অনুচ্ছেদটি যীশুর দুঃখের কারণ উল্লেখ করে I “আমাদের অধর্মের জন্য,” আমাদের নিরাময়ের জন্য এবং আমাদের শান্তি ফিরিয়ে আনার জন্য I

যীশু তাঁর শিষ্যদের বললেন যে তাঁর দুঃখভোগ ছিল নিশ্চিত: “মনুষ্যপুত্রকে অনেক দুঃখভোগ করতে হবে এবং প্রাচীনবর্গ, প্রধান যাজকগণ ও ব্যবস্থার অধ্যাপকগণ কর্ত্তৃক অগ্রাহ্য, এবং হত হতে হবে এবং তৃতীয় দিবসে জীবনে উঠতে হবে” (লুক 9:22; তুলনা 17:25) I অবশ্য শব্দটিকে নোট করুন – তাকে অবশ্যই দুঃখভোগ করতে হবে, এবং তাঁকে অবশ্যই হত করা হবে I খ্রীষ্টের দুঃখভোগ জগতের পরিত্রাণের জন্য ঈশ্বরের পরিকল্পনা ছিল I

গীতসংহিত 22:14-28 মশীহের দুঃখভোগের কিছু বর্ণনা দেয়: “আমি জলের ন্যায় সেচিত হচ্ছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে, আমার হৃদয় মোমের ন্যায় হয়েছে, তা আমার মধ্যে গলিত হয়েছে I আমার বল খোলার ন্যায় শুকনো হচ্ছে, আমার জিভ তালুতে লেগে যাচ্ছে; তুমি আমাকে মৃত্যুর ধুলোয় রেখেছ I কুকুরেরা আমাকে ঘিরেছে; দুয়াচারদের মন্ডলী আমাকে বেষ্টন করেছে, তারা আমার হাত ও পা বিদ্ধ করেছে I আমি আমার অস্থি সকল গণনা করতে পারি; লোকেরা আমার প্রতি দৃষ্টি করে, চেয়ে থাকে I তারা নিজেদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিবাঁট করে I” এই এবং অন্যান্য ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার জন্য যীশুকে দুঃখভোগ করতে হয়েছিল I

কেন যীশুকে এত মন্দভাবে দুঃখভোগ করতে হয়েছিল? দোষীদের জন্য নির্দোষ মারা যাওয়ার নীতিটি এদোনের উদ্যানে প্রতিষ্ঠিত হয়েছিল: আদম এবং হবা তাদের লজ্জা ঢাকতে পশুর চামড়ার পোশাক পেয়েছিল I (আদিপুস্তক 3:21) – এইরূপে, এদোনে রক্ত সেচিত হয়েছিল I পরে, এই নীতিটি মশীয় ব্যবস্থায় স্থাপিত হয়েছিল: “এটি হল রক্ত যা একজনের জীবনের জন্য প্রায়শ্চিত্ত তৈরী করে” (লেবীয় 17:11 তুলনা ইব্রীয় 9:22) I যীশুকে দুঃখভোগ করতে হয়েছিল কারণ দুঃখভোগ বলিদানের একটি অংশ, এবং যীশু ছিলেন “ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের সমস্ত পাপ হরণ করেছেন! (যোহন 1:29) যীশুর শারীরিক নির্যাতন পাপের জন্য মূল্য প্রদানের অংশ ছিল I আমরা “নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্ত হয়েছি” (1 পিতর 1:19) I

যীশুর ক্রুশে দুঃখভোগ পাপের ধংসাত্মক প্রকৃতি, ঈশ্বরের ক্রোধ, মানবতার নিষ্ঠুরতা, এবং শয়তানের ঘৃণাকে দেখিয়েছিল I কালভেরিতে মানব পুত্রকে মানব জাতির মুক্তিদাতা হওয়ার সাথে সাথে মানবজাতিকে মন্দ কাজ করার অনুমতি দিয়েছিল I শয়তান হয়ত ভেবে থাকতে পারে সে এক দুর্তান্ত বিজয়কে জিতে গেছে, কিন্তু এটি ক্রুশের মাধ্যমে ছিল যে ঈশ্বরের পুত্র শয়তান, পাপ, এবং মৃত্যুর উপরে বিজয়লাভ করেছিলেন I “এখন এই জগতে ন্যায় বিচারের সময়; এখন এই জগতের রাজকুমারকে বিতাড়িত করা হবে” (যোহন 12:31; তুলনা কলসীয় 2:15) I

যারা বিশ্বাস করবে, যীশু তাদের সকলের পরিত্রাণের জন্য দুঃখভোগ করলেন এবং মারা গেলেন I তাঁর গ্রেপ্তারের রাত্রে, যীশু প্রার্থনা করার সময়ে, তিনি তাঁর সমস্ত কাজকে দায়বদ্ধ করেছিলেন: “পিতা আপনার যদি ইচ্ছা হয় এই পানপাত্র আমার থেকে নিয়ে নিন; তবুও আমার ইচ্ছা নয়, আপনার ইচ্ছা পূর্ণ হোক” (লুক 22:42) I দুঃখ ভোগের পানপাত্রটি তাঁর থেকে নিয়ে নেওয়া হয় নি; তিনি এটি আমাদের সকলের জন্য পান করলেন I আমাদের রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না I

English



বাংলা হোম পেজে ফিরে যান

কেন যীশুকে এত বেশি দুঃখভোগের অভিজ্ঞতা লাভ করতে হল?
© Copyright Got Questions Ministries