settings icon
share icon
প্রশ্ন

যীশুই পরিত্রাণ করেন- এই কথার অর্থ কী?

উত্তর


"যীশু পরিত্রাণ বা রক্ষা করেন"- এটি একটি জনপ্রিয় শ্লোগান যা বিভিন্ন ধরনের স্টিকার, খেলাধুলা সম্পৃক্ত বিষয়াবলীতে ব্যানার আকারে সংযোজন করা হয় এবং এমনকি ছোট ছোট প্লেনে করে আকাশে উড়িয়ে দেওয়া হয়। দুঃখের বিষয় এই যে, খুব কম লোকই "যীশুই পরিত্রাণ করেন" লেখাটি দেখতে পায় এবং সত্যিকারভাবে এবং পরিপূর্ণরূপে এটির অর্থ বুঝতে পারে। অথচ এই শব্দগুলোর মধ্যে অত্যাশ্চর্য্ শক্তি এবং সত্য লুকিয়ে আছে।

যীশুই পরিত্রাণ করেন, কিন্তু যীশু কে?
অধিকাংশ লোক এই কথাটি বুঝতে পারেন যে, যীশু ছিলেন এমন একজন ব্যক্তি যিনি আনুমানিক ২০০০ হাজার বছর আগে ইস্রায়েল দেশে বাস করতেন। বিশ্বের প্রায় প্রতিটি ধর্মই যীশুকে একজন উত্তম শিক্ষক, অথবা একজন ভাববাদীরূপে দেখে থাকে। যখন যীশু সম্পর্কিত এই সব বিষয় সুনির্দিষ্টভাবে সত্যরূপে প্রতিভাত হয় তখন তারা প্রকৃতপক্ষে এই বিষয়টি বুঝতে পারেন না যে, সত্যিকার অর্থে যীশু কে, এবং তাই তারা এটিও ব্যাখ্যা করতে পারে না যে, যীশু কিভাবে এবং কেন পরিত্রাণ বা উদ্ধার করেন। মানবদেহে যীশুই হলেন ঈশ্বর (যোহন ১:১,১৪ পদ)। যীশুই ঈশ্বর যিনি প্রকৃত মানবদেহে পৃথিবীতে এসেছিলেন (১যোহন ৪:২ পদ)। আমাদের পরিত্রাণ করতে ঈশ্বর যীশুর মধ্য দিয়ে মানবরূপ ধারণ করলেন। এরপরে যে প্রশ্নটির উদয় হয় তা হচ্ছেঃ তাহলে কেন আমাদের পরিত্রাণ বা উদ্ধার পাওয়া দরকার?

যীশুই পরিত্রাণ করেন, কিন্তু আমাদের কেন পরিত্রাণ পাওয়া দরকার?
পবিত্র বাইবেল ঘোষণা করে যে, জগতের সমস্ত মানুষই পাপ করে (উপদেশক ৭:২০; রোমীয় ৩:২৩ পদ)। ঈশ্বরের নিষ্কলঙ্ক ও পবিত্র স্বভাবের বিরুদ্ধে কোন কিছু করাই হচ্ছে পাপ, তা যে কোন ধরনের কথা, কাজ কিংবা অন্য কিছু হোক না কেন। আমরা আমাদের পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে পাওয়া শাস্তির যোগ্য (যোহন ৩:১৮,৩৬ পদ)। ঈশ্বর এত পবিত্র ও খাঁটি যে, তিনি কোন শাস্তি ব্যতীত পাপ এবং মন্দতাকে ছাড় দিতে পারেন না। যেহেতু ঈশ্বর অসীম ও অনন্ত এবং অবধাবিতভাবে সমস্ত পাপই ঈশ্বর বিরুদ্ধ (গীতসংহিতা ৫১:৪ পদ), সেহেতু এর জন্য অসীম ও অনন্ত শাস্তিই যথেষ্ট। পাপের কারণে অনন্ত মৃত্যুর শাস্তিই যথেষ্ট এবং সঠিক। আর তাই আমাদের পরিত্রাণ বা উদ্ধার পাওয়াা দরকার।

যীশুই পরিত্রাণ করেন, কিন্তু কিভাবে করেন?
যেহেতু আমরা অসীম ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, সেহেতু আমাদের পাপের মূল্য পরিশোধ অবশ্যই কোন সসীম ব্যক্তিকে (আমাদের) অফুরন্ত সময় ধরে করতে হবে, অথবা কোন অসীম ও অনন্ত ব্যক্তিকে (যীশুকে) আমাদের পাপের মূল্য পরিশোধ করতে হবে। এছাড়া অন্য কোন বিকল্প নেই। আমাদের উদ্ধার বা পরিত্রাণ করতে যীশু মৃত্যুবরণ করলেন। আমাদের পরিবর্তে স্বয়ং ঈশ্বর যীশুর মধ্য দিয়ে নিজেকে উৎসর্গ করলেন এবং অসীম ও অনন্ত শাস্তির মূল্য পরিশোধ করলেন যা কেবলমাত্র তিনিই করতে পারেন (২করিন্থীয় ৫:২১; ১যোহন ২:২ পদ)। আমাদের নিজ নিজ পাপের ফলে আমরা যার যোগ্য ছিলাম সেই অনন্ত ধ্বংসাত্মক পরিণতি থেকে আমাদের রক্ষা করতে যীশু আমাদের শাস্তি নিজ কাঁধে তুলে নিলেন। আমাদের প্রতি তাঁর অফুরন্ত ভালবাসার কারণে যীশু ক্রশে নিজের জীবন ঢেলে দিলেন (যোহন ১৫:১৩ পদ), আমাদের প্রাপ্য শাস্তির মূল্য তিনি পরিশোধ করলেন, কারণ আমরা সেই মূল্য পরিশোধ করতে পারি নি। অতঃপর যীশু পুনরুত্থিত হলেন এবং ঘোষণা করলেন যে, আমাদের পাপের মূল্য পরিশোধে তাঁর এই আত্মোৎসর্গই ছিল যথার্থ (১করিন্থীয় ১৫ অধ্যায়)।

যীশুই পরিত্রাণ করেন, কিন্তু কাদের করেন?
যীশু তাদেরই পরিত্রাণ করেন যারা তাঁর দেওয়া মহাদান অর্থাৎ পরিত্রাণ গ্রহণ করবে। যীশু তাদেরই পরিত্রাণ করেন যারা তাদের পাপের জন্য তাঁর আত্মত্যাগকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে (যোহন ৩:১৬; প্রেরিত ১৬:৩১ পদ)। সকল মানুষের পাপের মূল্য পরিশোধে যীশুর আত্মত্যাগ যথেষ্ট থাকলেও তিনি কেবলমাত্র তাদেরই পরিত্রাণ করবেন যারা তাঁর দেওয়া এই মহামূল্য দান গ্রহণ করবে (যোহন ১:১২ পদ)।

এখন, যীশু আমাদের পরিত্রাণ করেন বিষয়টি যদি আপনি বুঝতে পারেন এবং আপনি যদি আপনার ব্যক্তিগত মুক্তিদাতা বা ত্রাণকর্তারূপে তাঁকে বিশ্বাস করতে চান তাহলে নিশ্চিত থাকুন যে, আপনি বিষয়টি বুঝতে পেরেছেন, বিশ্বাস করছেন; আর তাই বিশ্বাসের ফলস্বরূপ ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত থাকতে আপনি এটি অনুসরণ করুনঃ "প্রেমময় ঈশ্বর, আমি জানি যে, আমি একজন পাপী এবং আমি এও জানি যে, আমার পাপের কারণে আমি চিরতরে তোমা হতে পৃথক থাকার যোগ্য। যদিও আমি এটির যোগ্য ছিলাম না, তবুও আমাকে ভালবেসে প্রভু যীশুর আত্মোৎসর্গ এবং তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি যে, যীশু আমার পাপের জন্য মরেছেন এবং কেবলমাত্র তিনিই পরিত্রাণ করতে পারেন। তাই আমাকে সাহায্য কর যেন আমি পাপের পথ ছেড়ে তোমার সাথে বাস করতে পারি এবং তোমার দেওয়া এই আশ্চর্য্ দান অর্থাৎ পরিত্রাণকে সঙ্গে করে জীবন যাপন করতে পারি। আমাকে পরিত্রাণ করার জন্য যীশু তোমার কাছে আমি চির কৃতজ্ঞ!" আমেন।

এগুলো পড়ে আপনি কি খ্রীষ্টের পক্ষে কোন সিদ্ধান্ত নিতে পেরেছেন? যদি নিয়ে থাকেন, তাহলে, ‘আমি আজকে খ্রীষ্টকে গ্রহণ করেছি’ লেখা নীচের বোতামে টিক চিহ্ন দিন।

English


বাংলা হোম পেজে ফিরে যান

যীশুই পরিত্রাণ করেন- এই কথার অর্থ কী?
© Copyright Got Questions Ministries