settings icon
share icon
প্রশ্ন

যীশু দেখতে কেমন ছিলেন?

উত্তর


যীশু জন্মের সময় দেখতে কেমন ছিলেন- এ বিষয়ে পবিত্র বাইবেলের কোথাও তাঁর শারীরিক চেহারার চিত্র খুঁজে পাওয়া যায় না। এর সবচেয়ে কাছাকাছি যে বর্ণনা দেওয়া হয়েছে তা আমরা যিশাইয় ৫৩:২খ পদে দেখতে পাই, যেখানে লেখা আছে, “তাঁহার এমন রূপ কি শোভা নাই যে, তাঁহার প্রতি দৃষ্টিপাত করি, এবং এমন আকৃতি নাই যে, তাঁহাকে ভালবাসি।” এই সব কিছু আমাদের যা বলে তা হলো যীশুর অবয়ব একেবারে মানুষের অবয়বের মতো ছিল- তিনি দেখতে সাধারণ লোকের মতই ছিলেন। যিশাইয় এখানে তাঁর বিষয়ে এই ভবিষ্যদ্বাণী করেছেন যে, কষ্টভোগকারী দাস অত্যন্ত দীনহীন বেশে আসছেন, আর তাঁর শরীরে কোন রাজকীয় পোশাকও থাকবে না, কেবলমাত্র বিশ্বাসের তীক্ষ্ম বা সুক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখার মধ্য দিয়েই তাঁর প্রকৃত সত্য দৃশ্যমান হয়ে ওঠে।

যিশাইয় পরবর্তীতে খ্রীষ্টের ক্রুশারোপণকালে যেভাবে চাবুকের আঘাতে জর্জরিত হয়েছিলেন তার একটি চিত্র তুলে ধরেন। “মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইতো” (যিশাইয় ৫২:১৪ পদ)। এই শব্দগুলো তিনি যে অমানবিক নিষ্ঠুরতার মুখোমুখি হয়েছিলেন তার প্রতি ইঙ্গিত বর্ণনা করে যে, মানুষরূপে দেখার মতো অবস্থাই তাঁর ছিল না (মথি ২৬:৬৭, ২৭:৩০; যোহন ১৯:৩ পদ)। তাঁর চেহারা এতটাই বিকৃত হয়েছিল যে, লোকেরা তাঁর প্রতি অত্যন্ত বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়েছিল।

বর্তমানে আমরা যীশুর যে সব ছবি দেখি, সম্ভবতঃ তার অধিকাংশগুলোই সঠিক নয়। যীশু একজন যিহূদী ছিলেন, তাই, খুব সম্ভব তাঁর গায়র চামড়া, চোখ, চুল সবই ছিল গাঢ় কালো রঙের। এটি ছিল বর্তমানে অনেক ছবিতে যীশুকে সোনালী চুল, নীল চোখ, সাদা চামড়া প্রভৃতি থেকে ভিন্নতর কিছু। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আর তা হলোঃ যদি এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতো যে, সত্যিই তিনি দেখতে কেমন ছিলেন, তাহলে মথি, পিতর ও যোহন যারা তিন তিনটি বছর তাঁর সাথে সময় কাটিয়েছেন, তারা অবশ্যই প্রভু যীশু খ্রীষ্টের একটি নির্ভুল ও সত্যিকারের চেহারা অংকন করতে পারতেন যেভাবে তাঁর নিজের ভাই যাকোব ও যিহূদা করতে পারতেন। এখনও পর্যন্ত নতুন নিয়মের এই সব লেখকগণ তাঁর শারীরিক গঠন বা আকার সম্বন্ধে বিস্তারিত কোন কিছুই বলতে পারেন না।

English


বাংলা হোম পেজে ফিরে যান

যীশু দেখতে কেমন ছিলেন?
© Copyright Got Questions Ministries