settings icon
share icon
প্রশ্ন

যীশুর শিশুকালে কি ঘটেছিল?

উত্তর


কেবলমাত্র লূক ২:৪১-৫২ পদগুলো ছাড়া পবিত্র বাইবেল যীশুর যৌবনকাল সম্বন্ধে আমাদের তেমন কিছু বলে না। এই ঘটনা থেকে আমরা যীশুর শিশুকাল সম্বন্ধে নির্দিষ্ট কিছু বিষয় জানতে পারি। প্রথমত, তিনি ছিলেন তাঁর পিতামাতার এমন একজন ছেলে যিনি তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি অনুগত ছিলেন। তাদের বিশ্বাসের চাহিদানুযায়ী, যোষেফ ও মরিয়ম তাদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান নিস্তারপর্ব পালনের জন্য যিরূশালেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সঙ্গে তারা তাদের বারো বছর বয়সী সন্তানকে প্রথম বারের মতো নিস্তারপর্বের ভোজ পালনের জন্য সঙ্গে করে নিয়ে গেলেন, যে বয়সে যিহূদী ছেলেরা পরিণত বয়সে এটি পালন করতো। এখানে আমরা একটি সাধারণ পরিবারের একজন সাধারণ ছেলেকে দেখতে পাই।

এই গল্পে আমরা আরও যা দেখতে পাই তা হলো- মন্দিরে তাঁর দীর্ঘ সময় অবস্থান ক্ষতিকর কিংবা অবাধ্যতামূলক কিছুই ছিল না, কিন্তু এটি ছিল তাঁর জ্ঞানের একটি স্বাভাবিক ফল যা ছিল একান্তই তাঁর পিতা ঈশ্বরের কাজের বহিঃপ্রকাশ। আর তা হলো যখন তিনি ধর্মগুরুদের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন ও তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন তিনি তাঁর অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ কথাবার্তায় তাদের হতবাক করছিলেন, আর এর সবকিছুই দেখায় যে, তিনি নিতান্তই তাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি এমন একজন ছাত্রের মতো ছিলেন যিনি তাঁর শিশু বয়সে সবকিছুতেই ছিলেন যথেষ্ট পরিণত ও পরিপক্ক।

এই ঘটনা থেকে তাঁর ত্রিশ বছর বয়সে বাপ্তিস্ম গ্রহণ পর্যন্ত যীশুর যৌবনকাল সম্বন্ধে আমরা যা জানি তা হলো- তিনি তাঁর বাবা-মায়ের সাথে যিরূশালেম থেকে নাসরতে ফিরে গেলেন, এবং “তাদের বাধ্য হয়ে থাকলেন” (লূক ২:৫১ পদ)। তিনি আমাদের পক্ষে মোশির ব্যব্স্থায় উল্লেখিত অত্যন্ত প্রয়োজনীয় পঞ্চম আজ্ঞা সম্পূর্ণ বাধ্যতায় তাঁর জগতিস্থ বাবা-মার প্রতি সম্পূর্ণরূপে পালন করলেন। এছাড়াও আমরা যীশু সম্বন্ধে আরও যা জানি তা হলো- “পরে যীশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন” (লূক ২:৫২ পদ)।

সুস্পষ্টভাবে বলা যায যে, এই সমস্তই ঈশ্বরের কৃতসঙ্কল্প যা আমাদের জানা প্রয়োজন। বাইবেলভিত্তিক এমন কিছু অতিরিক্ত লিখিত বিষয় আছে যেখানে যীশুর যৌবনকালের কাহিনী রয়েছে (উদাহরণস্বরূপ, থোমার লেখা সুসমাচার)। কিন্তু এই সমস্ত গল্প সত্য ও নির্ভরযোগ্য কিনা তা জানার জন্য আমাদের কোন পথ নেই। ঈশ্বর যীশুর শিশুকাল সম্বন্ধে আমাদের কাছে বেশী কিছু বলতে চান নি- আর তাই আমাদের অবশ্যই তাঁর উপর এই আস্থা রাখতে হবে যে, আমাদের যা কিছু জানা প্রয়োজন তার সকটুকুই তিনি আমাদের জানিয়েছেন।

English


বাংলা হোম পেজে ফিরে যান

যীশুর শিশুকালে কি ঘটেছিল?
© Copyright Got Questions Ministries