settings icon
share icon
প্রশ্ন

ঈশ্বর কেন ইস্রায়েলীয়দের তাঁর মনোনীত বা বাছাই করা লোক হিসাবে বেছে নিলেন বা পছন্দ করলেন?

উত্তর


ইস্রায়েল জাতির কথা বলতে গিয়ে দ্বিতীয় বিবরণ ৭:৭-৯ পদ আমাদের এই কথা বলে যে, “অন্য জাতির চেয়ে তোমাদের লোকসংখ্যা বেশী মনে করে যে সদাপ্রভু তোমাদের সঙ্গে নিজেকে ভালবাসার বাঁধনে বেঁধেছেন কিংবা তোমাদের বেছে নিয়েছেন তা নয়, কারণ অন্য সব জাতির চেয়ে তোমাদের লোকসংখ্যা কম। তিনি তা করেছেন তোমাদের প্রতি তাঁর অটল ভালবাসার জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে শপথ করেছিলেন তা রক্ষা করবার জন্য। সেইজন্যই তিনি শক্তিশালী হাত ব্যবহার করে তোমাদের বের করে এনেছেন এবং মিসরের রাজা ফরৌণের হাত থেকে আর গোলামীর দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন। কাজেই তোমরা জেনে রেখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বস্ত; যারা তাঁকে ভালবাসে ও তাঁর আদেশগুলো পালন করে তাদের জন্য তিনি যে ব্যবস্থা স্থাপন করেছেন তা তিনি হাজার হাজার পুরুষ পযন্ত রক্ষা করেন এবং তাদের প্রতি অটল ভালবাসা দেখান।”

ঈশ্বর ইস্রায়েল জাতিকে বেছে নিলেন যেন তারা এমন লোক হয় যাদের মধ্য দিয়ে পাপ এবং মৃত্যু থেকে উদ্ধাকারী ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট জন্মগ্রহণ করতে পারেন (যোহন ৩:১৬ পদ)। আদম ও হবা পাপে পতিত হওয়ার পর ঈশ্বরের প্রথম প্রতিজ্ঞা ছিল মশীহ সম্পর্কে (আদিপুস্তক ৩ অধ্যায়)। পরবর্তীতে তিনি নিশ্চিত করেছিলেন যে, অব্রাহাম, ইসহাক ও যাকোবের পথ ধরে (বংশের মধ্য দিয়ে) মশীহ আসবেন (আদিপুস্তক ১২:১-৩ পদ)। ইস্রায়েল জাতি যেন ঈশ্বরের বিশেষ লোক হতে পারে সেইজন্য তাদের বেছে নেওয়ার একমাত্র ও চূড়ান্ত কারণ হলেন যীশু খ্রীষ্ট। কাউকে বেছে নিতে ঈশ্বরের কোনই প্রয়োজন ছিল না বটে, কিন্তু তিনি এটি করতে সিদ্ধান্ত নিয়েছিলেন যেন যীশু একটি নির্দিষ্ট জাতির লোকদের মধ্য দিয়ে আসেন। আর তাই ঈশ্বর ইস্রায়েল জাতিকে বেছে নিলেন।

যাহোক, মশীহ ইস্রায়েল জাতির মধ্য দিয়ে আসবেন- এমন একটিমাত্র কারণেই ঈশ্বর তাদের বেছে নেন নি। তাঁর প্রত্যাশা ছিল এই যেন ইস্রায়েল জাতি অন্য সমস্ত লোকদের কাছে গিয়ে তাঁর বিষয়ে শিক্ষা দিতে পারে। সারা বিশ্বের কাছে ইস্রায়েল জাতি হলো পুরোহিত, নবী এবং সুসমাচার প্রচারকারী জাতি। ইস্রায়েলের জন্য ঈশ্বরের পরিকল্পনা ছিল এই যে, তারা হবে সম্পূর্ণ আলাদা লোক, এমন জাতি যারা অন্য লোকদের ঈশ্বর এবং তাঁর প্রতিজ্ঞাত মুক্তিদাতা, মশীহ তথা উদ্ধারকর্তার দিকে ফিরাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো- ইস্রায়েল জাতি এই কাজে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। যাহোক, ইস্রায়েলের জন্য ঈশ্বরের চূড়ান্ত বা অন্তিম উদ্দেশ্য এই যে, তাদের মধ্য দিয়ে মশীহকে জগতে আনা যা সম্পূর্ণ সঠিক ও নিখুঁতভাবে যীশু খ্রীষ্টে সম্পন্ন হয়েছিল।

English



বাংলা হোম পেজে ফিরে যান

ঈশ্বর কেন ইস্রায়েলীয়দের তাঁর মনোনীত বা বাছাই করা লোক হিসাবে বেছে নিলেন বা পছন্দ করলেন?
© Copyright Got Questions Ministries