প্রশ্ন
বাইবেল সংক্রান্ত পৃথকীকরণ কি?
উত্তর
বাইবেল সংক্রান্ত পৃথকীকরণ হ’ল স্বীকৃতি যে ঈশ্বর বিশ্বাসীদের জগত থেকে বাইরে এবং পাপপূর্ণ সংস্কৃতির মাঝে একটি ব্যক্তিগত এবং কর্পোরেট শুদ্ধতার মধ্যে ডেকেছেন I বাইবেল সংক্রান্ত পৃথকীকরণকে সাধারণত দুটি ক্ষেত্রে বিবেচনা করা হয়: ব্যক্তিগত এবং যাজকীয় I
ব্যক্তিগত পৃথকীকরণ একজন ব্যক্তির আচরণের ঈশ্বরীয় মানের প্রতি সমর্পণকে অন্তভুক্ত করে I দানিয়েল ব্যক্তিগত পৃথকীকরণ অনুশীলন করেছিলেন যখন তিনি “রাজকীয় খাবার ও দ্রাক্ষারসে নিজেকে অশুচি না করার সংকল্প করেছিলেন” (দানিয়েল 1:8) I তারটি একটি বাইবেলের পৃথকীকরণবাদ ছিল কারণ তার মানটি মশীয় ব্যবস্থায় ঈশ্বরের প্রকাশের ভিত্তিতে ছিল I
যে ভোজ উৎসবে মদ্য পরিবেশন করা হয় সেখানকার আমন্ত্রণ অস্বীকার করার সিদ্ধান্ত ব্যক্তিগত পৃথকীকরণের একটি আধুনিক উদাহরণ হতে পারে I প্রলোভন রোধ করার জন্য এই জাতীয় সিদ্ধান্ত হতে পারে (রোমীয় 13:14), “প্রত্যেক ধরণের মন্দতাকে” উপেক্ষা করতে (1 থিষলনীকীয় 5:22), বা কেবল একটি ব্যক্তিগত প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (রোমীয় 14:5) I
বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ঈশ্বরের সন্তানকে জগতের থেকে আলাদা হতে হবে I “তোমরা অবিশ্বাসীদের সাথে একসাথে যোয়ালিতে বদ্ধ হয়ো না I কেননা ধর্মে ও অধর্মে কি সহযোগিতা? অন্ধকারের সাথে দীপ্তিরই বা কি সহভাগিতা? খ্রীষ্ট এবং বলীয়ালের মধ্যে কি ঐক্য? বিশ্বাসীর সাথে অবিশ্বাসীরই বা কি সহযোগিতা? ঈশ্বরের মন্দির আর প্রতিমাদের মধ্যে কি ঐক্য? কেননা আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির I ঈশ্বর যেমন বলেছেন: ‘আমি তাদের সাথে বাস করব এবং তাদের মধ্য দিয়ে গমনা গমন করব, এবং আমি তাদের ঈশ্বর হব, এবং তারা আমার প্রজা হবে I’ অতএব তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এস, ও পৃথক হও, প্রভু বলেন” (2 করিন্থীয় 6:14-17; এছাড়াও দেখুন 1 পিতর 1:14-16) I
যাজক সংক্রান্ত পৃথকীকরণ ধর্মতত্ত্ব বা অনুশীলনের উপরে ভিত্তিশীল, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এর সম্পর্কের বিষয়ে একটি মন্ডলীর সিদ্ধান্তকে অন্তর্ভুক্ত করে I পৃথকীকরণবাদকে বিশেষ শব্দ “মন্ডলীর” মধ্যে বোঝানো হয়েছে, যা গ্রীক শব্দ একক্লেসিয়া থেকে এসেছে যার অর্থ “একটি আহূত সমাবেশ I” পর্গামামের প্রতি যীশুর চিঠিতে, যারা ভ্রান্ত শিক্ষা দিয়েছিল তাদের সহ্য করার বিরুদ্ধে তিনি সতর্ক করেছিলেন (প্রকাশিত বাক্য 2:14-15) I বিকৃত ধর্মীয় ব্যাখ্যার সাথে সম্পর্ক ছিন্ন করে মন্ডলীকে পৃথক হতে ছিল I যাজক সংক্রান্ত পৃথকীকরণের একটি আধুনিক উদাহরণ বৈশ্বিক জোটের বিরুদ্ধে একটি সম্প্রদায়ের অবস্থান হতে পারে যা মন্ডলীকে ধর্মত্যাগীদের সাথে একত্রিত করবে I
বাইবেল সংক্রান্ত পৃথকীকরণ খ্রীষ্টানদের অবিশ্বাসীদের সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন বোধ করে না I যীশুর মতন, আমাদেরও পাপের মধ্যে অংশগ্রহণ না করে পাপীর সাথে বন্ধুত্ব করা উচিত (লুক 7:34) I পৌল পৃথকীকরণবাদ সম্বন্ধে একটি ভারসাম্যের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন: “আমি আমার চিঠিতে তোমাদের লিখেছি ব্যভিচারীদের সংসর্গে থাকতে নেই – এই জগতের ব্যভিচারী, বা লোভী এবং পরধনগ্রাহী, বা প্রতিমাপূজক লোকেদের সাথে আদৌ নয় I নয় I সেই ক্ষেত্রে এই জগতকে একেবারে ছাড়তে হবে” (1 করিন্থীয়া 5:9-10) I অন্য কথায়, আমরা জগতে আছি, কিন্তু এর মধ্যে নেই I
জগতকে আমাদের আলো বাতিল না করতে দিয়ে আমাদেরকে জগতের আলো হতে হবে I “তোমরা জগতের আলো I পাহাড়ের উপরে কোনো শহরকে লুকোতে পারা যায় না I নাতো লোকেরা প্রদীপ জ্বেলে বাটির নীচে রাখে I পরিবর্তে তারা এটিকে এর বাতিদানের উপরে রাখে, এবং এটি বাড়ির প্রত্যেককে আলো দেয় I একই ভাবে, লোকেদের সামনে তোমাদের আলোকে উজ্জ্বল হতে দাও, যাতে তারা তোমাদের উত্তম কার্যগুলিকে দেখতে পারে এবং স্বর্গে স্থিত তোমাদের পিতার প্রশংসা করতে পারে” (মথি 5:14-16) I
English
বাইবেল সংক্রান্ত পৃথকীকরণ কি?