প্রশ্ন
কোন খাদ্য পদার্থ আমাদের খাওয়া উচিত (কোষের) এই সম্পর্কে বাইবেল কি বলে? খ্রীষ্টানের এমন কোনো খাদ্য পদার্থ কি এড়ানো উচিত?
উত্তর
ঈশ্বর ইস্রায়েল জাতিকে যে খাদ্যতালিকা নিষিদ্ধ করেছিলেন লেবীয় অধ্যায় 11 তা তালিকাভুক্ত করে I খাদ্য সম্বন্ধীয় ব্যবস্থা শুকরের মাংস, শামুক, অধিকাংশ পোকা মাকড়, বেদম পাখি, এবং অন্যান্য বিভিন্ন প্রাণী সমূহ খাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিল I খাদ্য সম্বন্ধীয় বিধিগুলি কখনই ইসরায়েলীয়দের বাদে অন্য করোর জন্য প্রয়োগ করার অভীষ্ট ছিল না I খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য ছিল ইস্রায়েলীয়দের অন্যান্য সমস্ত জাতির থেকে আলাদা করা I এই উদ্দেশ্য শেষ হয়ে যাওয়ার পরে, যীশু সমস্ত খাদ্য পদার্থকে শুদ্ধ বলে ঘোষণা করেছিলেন (মার্ক 7:19) I প্রেরিত পিতরকে ঈশ্বর এমন এক দর্শন দিয়েছিলেন যাতে তিনি ঘোষণা করেছিলেন কে পূর্ববর্তী অশুদ্ধ খাদ্যগুলিকে খাওয়া যেতে পারে: “এমন কোনো কিছুকে অশুদ্ধ বলে ডেকো না যাকে ঈশ্বর শুদ্ধ করেছেন” (প্রেরিত 10:15) I যীশু যখন ক্রুশে মারা গেলেন তখন তিনি পুরনো নিয়মের ব্যবস্থাকে পূরণ করেছিলেন (রোমীয় 10:4; গালাতীয় 3:24-26; ইফিষীয় 2:15) I এর মধ্যে শুদ্ধ ও অশুদ্ধ খাদ্য সম্পর্কিত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে I
রোমীয় 14:1-23 আমাদের শিক্ষা দেয় যে প্রত্যেকেই বিশ্বাসের পক্ষে যথেষ্ট পরিমাণে পরিপক্ক নয় স্বীকার করতে যে সমস্ত খাদ্য পদার্থ শুদ্ধ I ফলস্বরূপ, যদি আমরা এমন কোনও ব্যক্তির সাথে থাকি যে আমাদের “অশুদ্ধ” খাদ্য খাওয়ার জন্য বিরক্ত হয়, তবে তা আমাদের অন্য ব্যক্তিকে অসন্তুষ্ট না করার জন্য আমাদের তা করার অধিকার ছেড়ে দেওয়া উচিত I আমরা যা চাই তা খাওয়ার অধিকার আমাদের রয়েছে, তবে অন্য লোকেরা ভুল হলেও তাদের আপত্তি করার অধিকার আমাদের নেই I যদিও এই যুগে খ্রীষ্টানদের জন্য আমাদের যা ইচ্ছা তা খাওয়ার স্বাধীনতা রয়েছে যতক্ষণ না এটি কারোর বিশ্বাসে উছোট না খাওয়ায় I
অনুগ্রহের নতুন নিয়মে, বাইবেল আমাদের খাওয়ার চেয়ে আমরা কতটা খাই তার পরিমাণ নিয়ে বেশি উদ্বিগ্ন I শারীরিক ক্ষুধা হ’ল আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটির উপমা I আমরা যদি আমাদের খ্যাদ্যাভাস নিয়ন্ত্রণ না করতে পারি, তবে আমরা সম্ভবত অন্যান্য অভ্যাস যেমন মনের (অভিলাষ, লোভ, অধার্মিক ঘৃণা/ক্রোধ) নিয়ন্ত্রণ করতে এবং পরচর্চা বা কলহ থেকে মুখ রক্ষা করতে অক্ষম হই I ক্ষুধা আমাদেরকে নিয়ন্ত্রণ না করুক, পরিবর্তে আমাদের তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে (দ্বিতীয় বিবরণ 21:20; হিতোপদেশ 23:2; 2 পিতর 1:5-7; 2 তীমথিয় 3:1-9: 2 করিন্থীয় 10:5) I
English
কোন খাদ্য পদার্থ আমাদের খাওয়া উচিত (কোষের) এই সম্পর্কে বাইবেল কি বলে? খ্রীষ্টানের এমন কোনো খাদ্য পদার্থ কি এড়ানো উচিত?