প্রশ্ন
বাইবেলকে কি বিকৃত, পরিবর্তিত, সম্পাদিত, সংশোধিত, বা অনধিকার পরিবর্তন করা হয়েছে?
উত্তর
পুরনো নিয়মের বইগুলিকে আনুমানিক 1400 থেকে 400 খ্রীষ্টপূর্বাব্দে লেখা হয়েছিল I নতুন নিয়মের বইগুলিকে আনুমানিক 40 থেকে 90 খ্রীষ্টাব্দে লেখা হয়েছিল I সুতরাং, বাইবেলের একটি বই রচিত হওয়ার পর থেকে 3400 এবং 1900 এর বছরগুলির মধ্যে কোথাও কেটে গেছে I এই সময়ের মধ্যে, মূল পান্ডুলিপিগুলি হারিয়ে গেছে I খুব সম্ভবত তারা আর নেই I যেহেতু বাইবেলের বইগুলি মূলত লেখা হয়েছিল, সেগুলিকে সময়ের সাথে সাথে বার বার লিপিকারের দ্বারা নকল করা হয়েছে I নকলের পর নকল করা হয়েছে I এই বিবেচনায়, আমরা কি এখনও বাইবেলকে ভরসা করতে পারি?
পবিত্র শাস্ত্রলিপিগুলি ঈশ্বর-নি:শ্বসিত আর তাই নির্ভুল (2 তীমথিয় 3:16-17; যোহন 17:17) I অভ্রান্ততাকে অবশ্যই মূল পাণ্ডুলিপিগুলিতে প্রয়োগ করা যেতে পারে, পাণ্ডুলিপিগুলির নকলগুলির উপরে নয় I শাস্ত্রলিপির প্রতিলিপির সাথে লিপিকারগণ যতটা সম্ভব সাবধানী ছিলেন, তবে কেউই নিখুঁত নয় I কয়েক শতাব্দী ধরে, শাস্ত্রের বিভিন্ন নকলগুলিতে, ছোটখাট পার্থক্য দেখা দিয়েছিল I এই পার্থক্যগুলির বিশাল সংখ্যাগরিষ্ঠটি সহজ I বানানের রূপগুলি (আমেরিকান neighbor বনাম ব্রিটিশ neighbour এর সমতুল্য), উদ্ধৃত শব্দগুলি (একটি পাণ্ডুলিপি বলে “খ্রীষ্ট যীশু” যখন অন্যটি বলে “যীশু খ্রীষ্ট”) বা সহজে সনাক্ত হওয়া নিখোঁজ শব্দ I বাইবেলের পাঠ্যের শতকরা 99 ভাগের উপরে প্রশ্ন করা হয় না I প্রশ্নে থাকা পাঠ্যগুলির 1 শতাংশের কমের মধ্যে কোনো তাত্ত্বিক শিক্ষা বা আদেশ হ্রাস পায় না I অন্য কথায়, বর্তমানে আমাদের কাছে বাইলের অনুলিপিগুলি খাঁটি I বাইবেলকে দুর্নীতিগ্রস্ত, পরিবতিত, সম্পাদিত, সংশোধিত বা অনধিকার পরিবর্তিত করা হয় নি I
যে কোনো পক্ষপাতহীন দলিলের সাথে পণ্ডিত সম্মত হবেন যে কয়েক শতাব্দী ধরে বাইবেলকে উল্লেখযোগ্যভাবে সু-সংরক্ষিত করে রাখা হয়েছে I খ্রীষ্টিয় চতুর্দশ শতাব্দীতে বাইবেলের অনুলিপিগুলি খ্রীষ্টাব্দ তৃতীয় শতাব্দীর খ্রীষ্টিয় অনুলিপিগুলির সামগ্রীতে প্রায় একই রকম I মৃত সাগরের পাণ্ডুলিপিগুলি যখন আবিষ্কৃত হয়েছিল, তখন পণ্ডিতরা পুরনো নিয়মের অন্যান্য প্রাচীন অনুলিপিগুলির সাথে কতটা মিল ছিল তা দেখে বিস্মিত হয়েছিলেন, যদিও মৃত সাগরের পান্ডুলিপিগুলি আগে আবিষ্কৃত কিছুর চেয়ে কয়েকশ বছরের বেশি পুরনো ছিল I এমনকি বাইবেলের অনেক কঠোর সংশয়বাদী এবং সমালোচক স্বীকার করেছেন যে শতাব্দী ধরে বাইবেল অন্যান্য প্রাচীন নথির চেয়ে অনেক নির্ভুলভাবে সঞ্চারিত হয়েছে I
বাইবেলে কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশোধন, সম্পাদনা বা অনধিকার হস্তক্ষেপ করা হয়েছে এমন কোনো প্রমাণ একদম নেই I বাইবেলের পাণ্ডুলিপিগুলির নিছক সংস্করণ ঈশ্বরের বাক্য বিকৃত করার যে কোনো প্রয়াসকে চিহ্নিত করা সহজ করে তোলে I পাণ্ডুলিপিগুলির মধ্যে অসংলগ্ন পার্থক্যের ফলস্বরূপ বাইবেলের বড় মতবাদকে কোনো সন্দেহের মধ্যে রাখা যায় না I
আবার, প্রশ্ন আমরা কি বাইবেলে ভরসা রাখতে পারি! মানুষের অনিচ্ছাকৃত ব্যর্থতা এবং উদ্দেশ্যপূর্ণ আক্রমন সত্বেও ঈশ্বর তাঁর বাক্য সংরক্ষণ করে রেখেছেন I আমরা আস্থা রাখতে পারি যে আমাদের কাছে যে বাইবেল রয়েছে তা হ’ল এই বাইবেল যা মূলত লেখা হয়েছিল I বাইবেল হ’ল ঈশ্বরের বাক্য এবং আমরা এটিতে বিশ্বাস করতে পারি (2 তীমথিয় 3:16; মথি 5:18) I
English
বাইবেলকে কি বিকৃত, পরিবর্তিত, সম্পাদিত, সংশোধিত, বা অনধিকার পরিবর্তন করা হয়েছে?