settings icon
share icon
প্রশ্ন

বাইবেলের বইয়ের রচয়িতারা কারা ছিল?

উত্তর


শেষ পর্যন্ত, মানব লেখদের উপরে, বাইবেল ঈশ্বরের দ্বারা লেখা হয়েছিল I দ্বিতীয় তীমথিয় 3:16 আমাদের বলে যে বাইবেল ঈশ্বর দ্বারা “নিশ্বসিত” ছিল I ঈশ্বর বাইবেলের মানব লেখকদের তত্ত্বাবধান করেছিলেন যাতে তাদের নিজেদের রচনাশৈলী এবং ব্যক্তিত্বগুলি ব্যবহার করার সময় তারা তখনও ঈশ্বরের ইচ্ছা সঠিকভাবে লিপিবদ্ধ করেছিল I বাইবেল ঈশ্বেরের দ্বারা নির্দেশিত হয় নি তবে এটি নিখুঁতভাবে পরিচালিত এবং তাঁর দ্বারা সম্পূর্নভাবে অনুপ্রাণিত হয়েছিল I

মানবিকভাবে বলতে গেলে, বাইবেলটি 1500 বছর সময়কাল ধরে প্রায় 40টি বিভিন্ন পৃষ্ঠভূমির লোকেদের দ্বারা লিখিত হয়েছিল I এস্রা একজন যাজক ছিলেন. মথি একজন কর সংগ্রহকারী, যোহন একজন জেলে, পৌল একজন তাঁবু প্রস্তুতকারী, মশি একজন ভাববাদী, লুক একজন চিকিত্সক ছিলেন I 15 শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন লেখকদের দ্বারা লিখিত হওয়া স্বত্তেও বাইবেল নিজের সাথে বিরোধিতা করে না এবং এর মধ্যে কোনো ত্রুটি নেই I লেখকেরা সসমস্ত ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন তবে তারা সকলেই একই সত্য ঈশ্বর এবং পরিত্রাণের একই পথ – যীশু খ্রীষ্টকে ঘোষণা করেন (যোহন 14:6; প্রেরিত 4:12) I বাইবেলের কয়েকটি বই তাদের লেখকের নাম নির্দিষ্ট করে দেয় I এখানে বাইবেলের বইগুলি বাইবেল সংক্রান্ত পণ্ডিত দ্বারা গ্রন্থকারের আনুমানিক তারিখ সহ রচয়িতা হিসাবে সবথেকে বেশি অনুমেয় কার নাম হতে পারে তা দেওয়া হয়েছে;

আদিপুস্তক, যাত্রাপুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, দ্বিতীয় বিবরণ = মশি – 1400 খ্রীষ্টপূর্বাব্দ

যিহোশুয় = যিহোশুয় – 1350 খ্রীষ্টপূর্বাব্দ

বিচারকর্ত্তৃগণ, রূত, 1 শমুয়েল, 2 শমুয়েল/নাথান/গাদ – 1000 -900 খ্রীষ্টপূর্বাব্দ

1 রাজাবলী, 2 রাজাবলী = যিরমিয় – 600 খ্রীষ্টপূর্বাব্দ

1 বংশাবলী, 2 বংশাবলী, এস্রা, নহিমিয় = এস্রা – 450 খ্রীষ্টপূর

্বাব্দ ইষ্টের = মর্দখয় – 400 খ্রীষ্টপূর্বাব্দ

ইয়োব = মশি – 1400 খ্রীষ্টপূর্বাব্দ

গীতসংহিতা = কয়েকজন বিভিন্ন রচয়িতাগণ, বেশিরভাগ দায়ূদ – 1000 – 400 খ্রীষ্টপূর্বাব্দ

হিতোপদেশ, উপদেশক, পরমগীত = শলোমন – 900 খ্রীষ্টপূর্বাব্দ

যিশাইয় = যিশাইয় – 700 খ্রীষ্টপূর্বাব্দ

যিরমিয়, বিলাপ = যিরমিয় – 600 খ্রীষ্টপূর্বাব্দ

যিহিষ্কেল = যিহিষ্কেল 550 খ্রীষ্টপূর্বাব্দ

দানিয়েল = দানিয়েল – 550 খ্রীষ্টপূর্বাব্দ

হোশেয়া = হোশেয়া – 750 খ্রীষ্টপূর্বাব্দ

যোয়েল = যোয়েল 850 খ্রীষ্টপূর্বাব্দ

আমোষ = আমোশ – 750 খ্রীষ্টপূর্বাব্দ

ওবদিয় = ওবদিয় – 600 খ্রীষ্টপূর্বাব্দ

যোনা = যোনা – 700 খ্রীষ্টপূর্বাব্দ

মীখা = মীখা – 700 খ্রীষ্টপূর্বাব্দ

নাহুম = নাহুম – 650 খ্রীষ্টপূর্বাব্দ

হবক্কুক = হবক্কুক – 600 খ্রীষ্টপূর্বাব্দ

সফনিয় = সফনিয় – 650 খ্রীষ্টপূর্বাব্দ

হগয় = হগয় – 520 খ্রীষ্টপূর্বাব্দ

সখরিয় = সখরিয় – 500 খ্রীষ্টপূর্বাব্দ

মালাখি = মালাখি – 430 খ্রীষ্টপূর্বাব্দ

মথি = মথি – 55 খ্রীষ্টাব্দ

মার্ক = যোহন মার্ক – 50 খ্রীষ্টাব্দ

লুক = লুক – 60 খ্রীষ্টাব্দ

যোহন = যোহন – 90 খ্রীষ্টাব্দ

প্রেরিত = লুক – 65 খ্রীষ্টাব্দ

রোমীয়, 1 করিন্থীয়, 2 করিন্থীয়, গালাতীয়, ইফিষীয়, ফিলিপীয়, কলসীয়, 1 থিষলনীকী, 2 থিষলনীকী, 1 তীমথিয়, 2 তীমথিয়, তীত, ফিলেমন = পৌল – 50-70 খ্রীষ্টাব্দ

ইব্রীয় = অজানা, খুব সম্ভবত পৌল, লুক, বার্নাবাস, বা আপল্লো – 65 খ্রীষ্টাব্দ

যাকোব = যাকোব 45 খ্রীষ্টাব্দ

1 পিতর, 2 পিতর = পিতর 60 খ্রীষ্টাব্দ

1 যোহন, 2 যোহন, 3 যোহন = যোহন 90 খ্রীষ্টাব্দ

যিহূদা = যিহূদা – 60 খ্রীষ্টাব্দ

প্রকাশিত বাক্য = যোহন - 90 খ্রীষ্টাব্দ

English



বাংলা হোম পেজে ফিরে যান

বাইবেলের বইয়ের রচয়িতারা কারা ছিল?
© Copyright Got Questions Ministries